জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত টানা ৩ দিনের অবরোধ কর্মসূচির ২য় দিনে অবরোধের সমর্থনে সুপ্রিম কোর্টে সমাবেশ ও মিছিল করেছে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট -ইউএলএফ।
ইউএলএফের প্রধান সমন্বয়ক ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সামনে সমাবেশ শেষে শতাধিক আইনজীবীদের নিয়ে একটি মিছিল সুপ্রিম কোর্ট এলাকা প্রদক্ষিন করে। মিছিল থেকে মাননীয় প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ এ আসা প্রধান নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দেয় আইনজীবী নেতৃবৃন্দ।
এ সময় পুলিশের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পরেন আইনজীবী নেতৃবৃন্দ। মিছিলটি পুনরায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে এসে সমাপ্ত হয়। বিক্ষোভ-সমাবেশে বক্তব্য দেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এডহক কমিটির আহ্বায়ক মহসীন রশিদ, ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের কো-কনভেনর সুব্রত চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আব্দুল জব্বার ভূঁইয়া প্রমুখ।
সমাবেশ ও মিছিলে আরোও উপস্থিত ছিলেন গাজী তৌহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহবুব, মাহবুবুর রহমান খান, কাজী মোস্তাফিজুর রহমান আহাদ, খালেদ মাহমুদ আদনান, আনিসুর রহমান রায়হান, আল ফয়সাল সিদ্দিকী , রাসেল আহমেদ, এমদাদুল হানিফ এমদাদ, নজরুল ইসলাম ছোটন, কামরুল ইসলাম, এরশাদ হোসেন রাশেদ, রেজাউল করিম রেজা, মোঃ ঈসা, মোখলেছুর রহমান বাবু, ইব্রাহীম খলিল, আসিফ ইমরান জিসান, আশরাফুল আলম, ফারুক তপাদার সহ শতাধিক আইনজীবী।
Heey would you mind sharing which blog platfrm you’re using?
I’m planning to start my own blog soon but I’m having a tough time selecting between BlogEngine/Wordpress/B2evolution and Drupal.
The reason I ask is because your design sems different then most blogs and I’m looking
forr something completely unique. P.S My apologies for being off-topic but I had to ask! http://Boyarka-inform.com/
Thanks dear, for such a nice comment. Surely our relationship will be more beautiful and bright. good night.