 
																
								
                                    
									
                                 
							
							 
                    ইউক্রেন পরিস্থিতি সার্বক্ষণীক পর্যবেক্ষণে রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সকল মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন এবং সেখানে আটকে পড়া বাংলাদেশিদের কিভাবে নিরাপদে দেশে ফিরিয়ে আনা যায় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ারও কথা বলেন তিনি। আজ মন্ত্রী সভার এক বৈঠক শেষে এসব কথা জানান মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
এদিকে বেলারশীতে অনুষ্ঠিত বৈঠক আপাতত কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হওয়ায় হতাশা আর বিপদে পড়েছেন কয়েক লক্ষ মানুষ। বৈঠক শেষ হওয়ার পর পরই ইউক্রেনের রাজধানী কিয়েফের দিকে বিশাল সাজোয়া বহর নিয়ে রওনা হয়েছে রুশ বাহিনী। এতে স্পষ্ট বোঝা যায় যে রুশ বাহিনীর এখন প্রধান লক্ষ ইউক্রেনের রাজধানী কিয়েফ।
ইউক্রেনের রাজধানীর সাধারণ নাগরিকদের রাজধানী ছেড়ে চলে যাওয়ার আহব্বান জানানো হয়েছে। রাজধানী ছাড়তে সিমান্ত এলাকায় বহু ভারতীয় শিক্ষার্থী মারধরের শিকার হতে হয়েছে। বিশ্ব নেতাদরে ধারণা ছিলো বেলারশী বৈঠকটি পুরো বিশ্বের মোড় ঘুড়িয়ে দিতে সাহায্য করবে এবং যুদ্ধের সমাপ্তি ঘটবে একটি শান্তি আলোচনার মাধ্যমে। কিন্তু এ ধারণা পুরোপুরি ভুল বলে প্রমানিত হলো ভ্লাদিমির পুতিনের অনড় অবস্থান সেই চিন্তা ধারা কে পুরো বদলে দিয়েছে।
অবশেষে কোন সমাধান ছাড়াই ৬ঘন্টার দীর্ঘ বৈঠকটি ভোর রাতে শেষ হয়। এদিকে ইউক্রেনের বিভিন্ন শহরে বোমা হামলা শুরু করেছে রুশ বাহিনী এতে কয়েকশো মানুষের হতাহতের খবর পাওয়া গেছে।