1. info@dailyshadhinbarta.com.bd : দৈনিক স্বাধীন বার্তা : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রবাস নয়, দেশেই ‘কমলা’ চাষে ভাগ্য বদল শার্শার আবু হানিফের কাশি দিয়ে ধরা পড়লেন, খাদ্য বিভাগের নিয়োগ পরীক্ষার জালিয়াতি চক্রের ৩ সদস্য আটক যশোরে ফের ১ কোটি ৮৩ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক নেত্রকোনায় সাম্প্রতিক ঘটনাবলীর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন নভেম্বর মাসে দেশে ফিরতে পারেন তারেক রহমান — প্রস্তুত বিএনপি ইলিশ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ, শিকারে নামতে প্রস্তুত জেলেরা সময় এসেছে পরিবর্তনের: জাতিসংঘকে তাল মেলাতে হবে, বললেন ড. ইউনূস নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ ও ‘বিদেশি চাপ’ নিয়ে যা বললেন প্রেস সচিব সালমান শাহ হত্যা মামলা: পলাতক আসামিদের অবস্থান শনাক্তে জোর চেষ্টা চালাচ্ছে পুলিশ থাইল্যান্ডের বিপক্ষে বিকালে মাঠে নামছে বাংলাদেশ

ইতিহাসে আজকের এই দিনে

নিউজ ডেস্কঃ
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

২৯ সেপ্টেম্বর আজকের এই দিনে পিছনে ফিরে তাকালে দেখা যায়, কত শত জয় পরাজয়, চিৎকার, হাসি, নিরবতা,জন্ম মৃত্যু,

চলুন আজ থেকে শত বছর পিছিনে ফিরে কি কি ঘটনা ঘটেছে আজকের এই দিনে সেই সময়।

 

২৯ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ২৭২তম (অধিবর্ষে ২৭৩তম) দিন। বছর শেষ হতে আরও ৯৩ দিন বাকি রয়েছে।

১৩৯৯ – দ্বিতীয় রিচার্ড পার্লামেন্টের হাতে সিংহাসনচ্যুত হন।
১৪৪৮ – প্রথম ক্রিশ্চিয়ান ডেনমার্কের রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৫২১ – তুরস্কের রাজা প্রথম সোলাইমানের বাহিনী বেলগ্রেড দখল করে।
১৭৬০ – রাশিয়া ও অস্ট্রিয়ার বাহিনী বার্লিন দখল করে।
১৮২৯ – পুলিশ বাহিনী লন্ডনে প্রথম দায়িত্ব পালন শুরু করে।
১৮৯২ – নৈশ ফুটবল খেলা প্রথম অনুষ্ঠিত হয়।
১৯০৬ – মার্কিন সেনাবাহিনী কিউবা পুনর্দখল করে।
১৯১৮ – প্রথম বিশ্বযুদ্ধে কয়েকবার পরাজিত হওয়ার পর বুলগেরিয়া মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
১৯২২ – বেনিতো মুসোলিনি ইতালিতে প্রথম ফ্যাসিবাদী সরকার গঠন করেন।
১৯২৯ – বিবিসি প্রথম পরীক্ষামূলক টিভি সম্প্রচার শুরু করে।
১৯৩৫ – ছাপাখানায় প্রথম বাংলা লাইনোটাইপ ব্যবহৃত হয়।
১৯৩৯ – পোল্যান্ড বিভক্তি স্বীকার করে জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন একটি চুক্তিতে উপনীত হয়।
১৯৩৯ – ব্রিটেনে পরিচয়পত্র প্রথা চালু হয়।
১৯৮৮ – মওলানা আবুল কালাম আজাদ লিখিত ‘ইন্ডিয়া উইনস ফ্রিডম’ গ্রন্থের অপ্রকাশিত অংশ দিল্লি হাইকোর্টে খোলা হয়।
১৯৯২ – চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম আন্তর্জাতিক ফাইট চালু হয়।
১৯৯২ – আফ্রিকা মহাদেশের দক্ষিণে অবস্থিত দেশ অ্যাঙ্গোলায় প্রথম অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এখন দেখবো কে কে এইদিনে আগমন করেছেন।
জন্ম
১৫৪৭ – মিগেল দি সের্ভান্তিস, স্পেনীয় ঔপন্যাসিক।
১৫৪৭ – মিগুয়েল ডি কারভেনটেস, স্পেনের প্রখ্যাত নাট্যকার কবি ও লেখক।
১৭২৫ – রবার্ট ক্লাইভ,ভারতে প্রথম ইংরেজ শাসক, ভারতীয় উপমহাদেশে ইংরেজ শাসন প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালন করেন।
১৮৪১ – দুর্গাচরণ রক্ষিত ভারতে প্রথম সর্বোচ্চ ফরাসি সম্মান – ‘লেজিয়ঁ দনার’ এ সম্মানিত বাঙালি উদ্যোগপতি।
১৯০১ – এনরিকো ফের্মি, ইতালীয় পদার্থবিদ।
১৯০৯ – ভারতের বলিউডের হিন্দি চলচ্চিত্র নির্মাতা শশধর মুখার্জী।
১৯১৪ – মনি গুহ, বেঙ্গল প্রেসিডেন্সি তেভাগা আন্দোলনের অন্যতম প্রধান নেতা।
১৯৩১ – আনিতা একবার্গ, সুইডিশ প্রখ্যাত অভিনেত্রী।
১৯৩২ – মেহমুদ আলী, মেহমুদ নামে পরিচিত, ভারতীয় অভিনেতা, গায়ক, পরিচালক এবং প্রযোজক।
১৯৩৬ – সিলভিও বেরলুসকোনি, ইতালীয় প্রধানমন্ত্রী এবং ধনাঢ্য ব্যবসায়ী।
১৯৪৩ – লেস ওয়ালেসা, নোবেলশান্তি পুরস্কার বিজয়ী পোল্যান্ডের শ্রমিকনেতা।
১৯৯১ – মমিনুল ‘সোহরাব’ হক, বাংলাদেশি ক্রিকেটার।
১৯৯৪- আরিফুল ইসলাম হিমু, কেন্দ্রীয় ছাত্রলীগের সমন্বয়ক সদস্য।
এখন আমরা দেখবো কার কার বিদায়ের ঘন্টা বেজেছ আজকের এই দিনে সেই সময়।
মৃত্যু
১৯০০ – গুরুপ্রসাদ সেন, পূর্ববঙ্গের অধুনা বাংলাদেশের প্রথম এম.এ. এবং বিহারের প্রথম ইংরেজি দৈনিক ‘বিহার হেরল্ড’ এর প্রতিষ্ঠাতা।
১৯০২ – এমিল জোলা, ফরাসি ঔপন্যাসিক।
১৯৪২ – মাতঙ্গিনী হাজরা ভারতীয় বিপ্লবী, স্বাধীনতা আন্দোলনের শহীদ।
১৯৭৩ – ডব্লিউ এইচ অডেন, অ্যাংলো-আমেরিকান কবি।

দিবস সমুহ।

উদ্ভাবক দিবস – আর্জেন্টিনা।
আন্তর্জাতিক কফি দিবস।
বিশ্ব হার্ট দিবস
বিশ্ব শিশু অধিকার দিবস৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon
 

Community Verified icon