কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় প্রায় ৭ কোটি ৭৪ লাখ টাকার ২ লক্ষ ৫৮ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল বৃহস্প্রতিবার আনুমানিক সন্ধা ৬টার দিকে সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার নাফ নদী থেকে তাদেরকে আটক করা হয়।
আটক কালে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রলার ও জব্দ করা হয়। আটককৃত চারজনের মধ্যে একজন হলো মায়ামারের নাগরিক (১) ছেওয়াছি (৩৮), (২) টেকনাফ উপজেলার মোঃ জাহাঙ্গীর আলম (৪২), (৩) সাবরাংয়ের বাসিন্দা মোঃ হাফেজ আহমেদ ও (৪) নেম ইউ চ (৩৬) মিয়ানমারের নাগরিক।
বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব কথা জানিয়েছেন। তিনি আরো বলেন, গতকাল বৃহস্প্রতিবার সন্ধার দিকে মিয়ানমার থেকে দুজন মিয়ানমারের নাগরিক, দুজন বাংলাদেশের নাগরিক একটি ট্রলার নিয়ে বাংলাদেশের জলসীমায় প্রবেশকালে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী এদেরকে ধাওয়া করে।
ধাওয়া করার সময় এই আসামীরা কোন উপায় না পেয়ে নাফ নদীর ঝিনাখাল নামকস্থানে বালুচরের উপরে ট্রলারটি উঠিযে দেয়। পরে ট্রলারে অবস্থানরত চারজন পালানোর সময় বিজিবির টহল দলের সন্দেহ হলে তাদেরকে আটক করে। এসময় তাদের কথাবার্তা সন্দেহ জনক মনে হলে ট্রলারটি ট্রানজিট জেটি ঘাটে এনে তলালাশি করলে এই বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করা হয়। মাদকগুলোর বাজার মুল্য ২কোটি টাকার বেশি বলে জানা গেছে।