বর্তমান সময়ে খাদ্যদ্রব্য মূল্যের উর্ধোগতির কারণে গরীব ও অসহায় মানুষের একমাত্র ভরসা টিসিবির পণ্য। গরীব মানুষের পাশাপাশি দেখা যায় মধ্যবিত্ত পরিবারের কিছু মানুষ এই পণ্য নিতে আগ্রহী হয়ে উঠেছে। আজ সকাল ৮টার দিকে দেখা যায় নারায়ণগঞ্জ জেলার মাতুয়াইল হাইওয়ে রোডে ব্রীজের নিচে প্রায় দুই শতাধিক মানুষের ঢল।
তখন প্রায় দুপুর ২টা বেজে ৩০ মিনিটি টিসিবির তেল নিতে এখানে কয়েকশো মানুষ সকাল ৮টা থেকে জড়ো হয়ে বসে ও দাড়িয়ে আছে। কিন্তু তখন পর্যন্ত টিসিবির গাড়ির কোন দেখা পাওয়া যাইনি। কয়েক জনের কাছে জানতে চাইলে তারা জানায় আমরা এখানে সরকারের নির্ধারিত কম দামে টিসিবির তেল নিতে সকাল থেকে দাড়িঁয়ে আছি।
কারন বর্তমান বাজার থেকে এখানে তেলের দাম অনেকটাই কম। গাড়ি আসার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তারা জানায়, আসবে এই আশায় এখনো আছি। যদি চলে যাই এর পরে যদি গাড়ি আসে তাহলেতো সারাদিনের কষ্টোটাই বিফলে চলে যাবে।
এখানে পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা বেশি দেখা গেছে। অনেকেই আবার ছোট বাচ্চা কোলে করে সেই সকাল থেকে দাড়িঁয়ে আছে। এতে অনেকটাই বিড়ম্বনার শিকার হচ্ছে বলে তারা জানায়।
সরকারের কাছে তাদের দাবি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের এই উদ্দ্যোগকে আমরা স্বাগত জানাই। কিন্তু আমাদের আশা থাকবে যতটুকুই আমরা পাই সেটা যেন সঠিক সময়েই পাই। গাড়ি আসতে কেন এতটা দেরি সেটা আমরা জানিনা। নির্দিষ্ট সময়ে যেন টিসিবির পণ্যবাহী গাড়ি আসে এবং আমরা আমাদের পণ্য নিয়ে যেন দ্রুত সময়ে বাড়িতে যেতে পারি। এতটা দেরি সজ্য করা সত্যিই কষ্টকর।