ভর্তি চলছে ! ভর্তি চলছে ! ভর্তি চলছে !!! পলিটেকনিক এ ভর্তি চলছে!
শিক্ষামন্ত্রনালয় নিয়ন্ত্রিত ও বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড এর অধীনস্ত বাংলাদেশের প্রথম এবং এক মাত্র ISO Certified বিসিআই ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট এ ৪ বৎসর মেয়াদী (৮ সেমিস্টার) ডিপ্লোমা ইনইঞ্জিনিয়ারিং কোর্সে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি হয়ে তৈরি করতে পারো নিজের উজ্জল ও সুন্দর একটি ভবিষ্যৎ।
ভর্তির ফর্ম লিংকঃ https://bci.edu.bd/admission
আমাদের ওয়েব সাইট: www.bci.edu.bd
১. টেকনোলজি সমূহঃ
২. কম্পিউটার টেকনোলজি
৩. ইলেকট্রিক্যাল টেকনোলজি
৪. টেক্সটাইল টেকনোলজি
৫. সিভিল টেকনোলজি
৬. আর্কিটেকচার টেকনোলজি
৭. মেকানিক্যাল টেকনোলজি
৮. টেলিকমিউনিকেশন টেকনোলজি
৯. ইলেকট্রনিক্স টেকনোলজি
১০. ফ্যাশন টেকনোলজি (গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্নমেকিং)
——————————-
ভর্তির সর্বনিম্ন যোগ্যতা:
যে কোন সালে যে কোন গ্রুপ হতে এস.এস.সি পাশ হতে হবে।
এইচ.এস.সি উত্তীর্ণ (বিজ্ঞান বিভাগ এবং উচ্চতর গনিত থাকতে হবে) ছাত্র-ছাত্রীদের সরাসরি ৩য় সেমিস্টারে ও এইচ.এস.সি উত্তীর্ণ (ভোকেশোনাল বিজ্ঞান) ছাত্র-ছাত্রীদের সরাসরি ৪র্থ সেমিস্টারে ভর্তির সুযোগ।
কেন ভর্তি হবে বিসিআইতে?
১. শিক্ষামন্ত্রনালয়, বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর ও বিশ্ব ব্যাংক এর মুল্যায়নে
পরপর ৩ বার ১ম স্থান অধিকারী।
২. বিষয় ভিত্তিক শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত ল্যাব ও সমৃদ্ধ লাইব্রেরী
৩. অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক মন্ডলী।
৪. মাল্টি মিডিয়া প্রজেক্টর এর মাধ্যমে ক্লাস পরিচালনা
৫. পর্যাপ্ত সংখ্যক ল্যাব থাকায় সর্বোচ্চ ব্যবহারিক ক্লাসের নিশ্চয়তা প্রদান।
৬. ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল ব্যবস্থা।
৭. সিসি ক্যামেরার মাধ্যমে প্রতিষ্ঠানের সমস্ত কার্যক্রম পর্যবেক্ষণ
৮. মেধাবী ও আদিবাসী ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ ছাড়।
৯. চাকুরি প্রাপ্তির ব্যাপারে নিজস্ব জব প্লেসমেন্ট সেলদ্বারা যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চ মানের চাকুরী প্রাপ্তিতে সহায়তা করা।
১০. প্রতিষ্ঠিত ১৯৯৫ (সাফল্যের ২৮ বছর ) ।
১১. সান্ধ্যকালীন ব্যাচে ভর্তির সুযোগ।
১২. যে কোন বয়সের এস.এস.সি উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরির ক্ষেত্র সমূহঃ
সকল সরকারী প্রতিষ্ঠানে উপ-সহকারী প্রকৌশলী পদে চাকরির সুযোগ এবং পদোন্নতির সুযোগ রয়েছে।
ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশের মূল-চালিকা শক্তি বিধায় মিল কারখানাসহ দেশে বিদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ব্যাপক চাহিদা রয়েছে। এছারা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য রয়েছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ।
ভর্তির জন্য যোগাযোগ করুনঃ
বিসিআই ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট
শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানাঃ ১/২ আসাদ এভিনিউ (সোনার বাংলা পেট্রোল পাম্পের উত্তর পাশে) , আসাদ গেট, ঢাকা-১২০৭।
https://goo.gl/maps/8J1J5kem8thhKgDM8
দূর-আলাপণীঃ ০৯৬৩৮-০৯৫০৯৫ (অফিস আইপি ফোন),
মোবাইলঃ ০১৬৮৬-২৯৫৫১০, ০১৭৪৩-৪৪৫৪৫৮, ০১৭৫৩-১৩৬৭৬১, ০১৮১৯-২৩১৬৭৭, ০১৯৬৯-৬২০০০৪