 
																
								
                                    
									
                                 
							
							 
                    খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থীর উপর যৌন নিপীড়নের ঘটনায় মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। জানা যায়, গত ১০ই মে ঝিনাইদহে খুলনা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীকে সু-কৌশলে শ্লীলতাহানির চেষ্টা করেন সাংবাদিক নামধারী বখাটে খাইরুল ইসলাম (নিরব)। অভিযুক্ত সাংবাদিক দৈনিক স্বাধীন বাংলা নামে একটি দৈনিক পত্রিকায় ঝিনাইদহ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এ ঘটনায় বৃহস্প্রতিবার (১২ই মে) ভূক্তভোগী ছাত্রী নিজেই বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দ্বায়ের করেছেন।
গত বৃহস্প্রতিবার (১২ই মে) মামলা দ্বায়ের করার পর থেকে আজ রবিবার (২২ই মে) এই সময়ের মধ্যে ও আসামীকে গ্রেফতার করতে না পারায় সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং আগামী ৪৮ ঘন্টার মধ্যে অভিযুক্ত পলাতক আসামী নিরবকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। যদি বেধে দেওয়া সময়ের মধ্যে আসামীকে গ্রেফতার করতে পুলিশ ব্যর্থ হয় তাহলে লাগাতার বিক্ষোভ ও মিছিলের হুমকি প্রদান করেন সাধারণ শিক্ষার্থীরা। তারা আরো বলেন, প্রয়োজনে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে একত্রিত করে এই বিক্ষোভ ও মানব বন্ধনে যুক্ত করা হবে।
যৌন নিপীড়নের সুষ্ঠু বিচার দাবি, ভুক্তভোগীর প্রতি ন্যায় বিচার-সহ কয়েকদফা দাবি রাখেন তারা, এ সময় শিক্ষার্থীরা যৌন নিপীড়নের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর জন্য উদাত্ব আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের ছাত্রীর সঙ্গে ঘটে যাওয়া এমন ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত করার দাবি ও জানিয়েছেন তারা। একই সঙ্গে অপরাধীকে অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে আনতে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন।