আবুবকর সিদ্দিক, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটে করোনা ভাইরাস নিয়ন্ত্রনে প্রশাসনের নির্দেশনা মোটামুটি মানা হেেলও গত ২দিন ধরে শহর ও শহর তলীতে মানুষের ভীর দেখা দেয়।
এতে করে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে শংকা দেখা দেয়। ফলে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রন আনতে হাটে ও বাজাওে সামাজিক দুরত্ব বজায় রাখার কথা বললেও মানছেনা প্রশাসনের কথা।
এইজন্য সরকারী নির্দেশনায় সামাজিক দূরুত্ব বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি সমন্বিত ভাবে কাজ করছেন সেনাবাহীনী। সেনাবাহিনী জয়পুরহাট জেলার ৫টি উপজেলা শহরেরই জনগনকে সচেতনতা, এবং রাস্তায় কীট নাশক স্পে করছে।
জরুরী প্রয়োজন ছাড়া কোন মানুষ এখন আর ঘরের বাইরে বের না হওয়ার জন্য মাইকিং করে সতর্ক করছে জনগনকে। এসময় মাইকিং করে রাস্তায় বিনা কারণে ঘোরাঘুরি না করার এবং সর্বদা মাক্স পরিধান করারও পরামর্শ দেওয়া হচ্ছে।
সকাল থেকেই সাধারণ মানুষদের ঘরে থাকার পরামর্শ দিয়ে সেনা বাহিনীর সদস্যরা শহরের বিভিন্ন সড়কে টহল দিচ্ছে। রাস্তায় অযথা ঘোরাঘুরি না করে বাড়িতে থাকার পরামর্শ দিয়ে যাচ্ছেন তারা। এদিকে পুলিশের টহলও জোরদার করা হয়েছ্।
এদিকে সামাজিক নিরাপত্তা বজায় রাখতে এবং মানুষকে ঘরে থাকতে ভ্রাম্যমান আদলাত ৩জনকে ১হাজার ৬০০ টাকা জরিমানা করেছে।। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোশারফ হোসাইন।