আবুবকর সিদ্দিক জয়পুরহাট প্রতিনিধিঃ আজ মংলবার ৪১৫৩ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল, ৩৪৬১ টি নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে । তারমধ্যে ১১৪ টি পজেটিভ । ৫৬১ টি রিপোর্ট পেনডিং আছে, ইনভেলিড আছে ১৭টি,, সুস্থ হয়ে ছাড়া পেয়েছে ৩৩ জন। আক্কেলপুর উপজেলার গোপীনাথপুওে সেফ হোমে করোনা রোগীদেও চিকিৎসা চলছে।
সারসংক্ষেপ: জেলায় করোনা সনাক্ত ১১৪ জন , মৃত্যু ১জন , ৪১৫৩ জনের নমুনা পরীক্ষা সম্পন্ন,নমুনা নষ্ট ১৭ জনের এবং পজেটিভ রোগী ১১৪ জনের ,পেনডিং৫৬১ —,৩৩ জন আরোগ্য। জেলা প্রশাসক জাকির হোসেন , ও জেলা সিভিল সার্জন সেলিম মিয়া এই খবর নিশ্চিৎ করেছেন।