আবুবকর সিদ্দিক, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে গত মংগলবার ও বৃহস্পতিবার ২ দিন কাল বৈশাখী ঝড়ে জেলায় অনেক
ঘড়ের চালা উরে নিয়ে গেছে। সবচেয়ে বোরো ধান পাকার মুহুর্তে এসে প্রচুর বৃষ্টি, ও ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।
জেলায় এবার বোরা ধান ভাল ফলন হয়েছিল, আলু তোলার পর জয়পুরহাটে বোরো ধান
দেরীতে লাগার কারনে ১৫ মের পর ধান কাটা শুরু হয়। খদ্যে উদ্বৃত্ত জেলা জয়পুরহাটে এবার ৬৯ হাজার ৪২৫ হেক্টও জমিতে ধান লাগিয়েছে কৃষক।
৪লক্ষ ৮১ হাজার মেট্রিক টন ধান উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ।কিন্তুু শ্রমিক সংকট আর বৈশাখী ঝড়ে লন্ড ভন্ড হয়েছে ধানের জমি। এত করে কৃষকরা করোনায় কস্ট নিয়ে জমি থেকে শ্যালো মেশিন দিয়ে ধানের জমির পানি সেচ কওে তুলে দিতে হচ্ছে পাকা ও কাচা ধান মাটিতে শুয়ে পড়েছে।
এত পাতান হওয়ার সম্ভাবনা বেশী। এতে করে বিপাকে পড়েছে জেলার কৃষকেরা। জেলা কৃষি সম্প্রসারন অফিসার জানালেন মুঠো ফোনে ধানের কোন ক্ষতি হবেনা। কৃষকরা জানালেন তাদেও দু:খের কথা কোন কৃষি কর্মকর্তা তাদেরও কোন খোজই নেয়নি।