আবুবকর সিদ্দিক, জয়পুরহাট প্রতিনিধিঃ করোনা ভাইরাস প্রতিরোধে ঝুঁকি এড়াতে জয়পুরহাটে এক হাজার পিস ফেসশিল্ড (মুখমন্ডল রক্ষক) প্রদান করেছেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন
এমপি। শুক্রবার জয়পুরহাট সার্কিট হাউস মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন ও পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবিরের হাতে তিনি ফেসশিল্ডগুলি তুলে দেন।
ফেসশিল্ড প্রদান শেষে হুইপ স্বপন বলেন,‘জেলায় ঝুঁকি নিয়ে যারা করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করছেন তাদের সুরক্ষা দিতেই তিনি ব্যক্তিগত অর্থায়নে ফেসশিল্ডগুলি প্রদান করেছেন।
মাস্কের পাশাপাশি ফেসশিল্ড করোনা যোদ্ধাদের পুরো মুখমন্ডলকে আরো সুরক্ষিত রাখবে। এ জন্য তিনি জেলার সকল পুলিশ সদস্যদের জন্য ৫০০ পিস, জেলা প্রশাসনের জন্য ১০০পিস,স্বাস্থ্য বিভাগের জন্য সিভিল সার্জনকে ২০০ পিস,জেলা আধুনিক হাসপাতালের তত্ত¡বধায়ককে ১০০ পিস এবং পরিবার পরিকল্পনা বিভাগের উপ-
পরিচালককে ১০০ পিস সহ মোট ১হাজার পিস ফেস শিল্ড প্রদান করেন। তিনি বলেন, করোনার প্রভাবে দেশের কোন মানুষ যেন না খেয়ে থাকে তার জন্য বংগবন্ধু কন্যা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন। বর্তমান পরিস্থিতিতে জেলায় করোনা ভাইরাস প্রতিরোধে শারীরিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে গণজমায়েত বা মানুষের ভিড় এড়িয়ে চলার জন্য তিনি জেলার সকল মানুষের অনুরোধ জানান।
তিনি বলেন,শুধু কর্মকর্তারা নয় জেলায় সকল স্তরের জনপ্রতিনিধি করোনা যোদ্ধা হিসেবে মাঠে কাজ করছেন। এজন্য জেলার সকল ইউনিয়ন পরিষদের সদস্য,পৌরসভার কাউন্সিলর ও করোনা যুদ্ধে কর্মরত রাজনৈতিক কর্মী,স্বেচ্ছাসেবী, গোপীনাথপুর আইসোলেশন সেন্টার ও টিটিসি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারের জন্য
আগামীকাল আরো ১হাজার ফেস শিল্ড বিতরণ করা হবে। ফেস শিল্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর
রহমান রকেট, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জয়পুরহাট সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, সিভিল সার্জন ডা: সেলিম মিঞা, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা: জোবায়ের গালীব সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা। (ক্যাপশন: জয়পুরহাট .হুইপ স্বপন জেলা প্রশাসক, পুলিশ সুপারের নিকট ফেস শিল্ড তুলে
দিচ্ছেন।)