আবুবকর সিদ্দিক, জয়পুরহাট প্রতিনিধি: বেশী করে গাছ লাগান , পরিবেশের ভারসাম্য রক্ষা করুন। এই শ্লোগান নিয়ে গাছ লাগাতে এগিয়ে এসেছে জয়পুরহাট শিশু উদ্যানের মালিক রফিকুল ইসলাম টৌধুরী প্রিন্স।
করোনা পরবর্তী সময়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখার লক্ষে এবং ছিন্নমূল মানুষের পুষ্টির কথা ভেবে জয়পুরহাটে বিভিন্ন সড়ক ও পতিত জমিতে ৩০ হাজার ফলজ ও বনজ গাছের চারা রোপন কার্যক্রম শুরু করেছে।
শনিবার সকাল ১০টায় জয়পুরহাটের মোতাহারা বানু বহুমূখী খামারের প্রতিষ্ঠাতা ও সমাজ সেবক শিমু উদ্যানের মালিক রফিকুল ইসলাম চৌধূরী প্রিন্স এ কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন। উদ্বোধনী দিনে তিনি প্রতিবেশীদের সাথে নিয়ে জয়পুরহাট শিশু উদ্যান সড়কের দুই ধারে লাক ফজলী আম ও মেহগনি গাছের ১ হাজার চারা রোপন করেন।
এর আগে প্রিন্স চৌধুরী হারাবতি নদীর দুই ধারে মুজিব বর্ষ উপলক্ষে ৬৯ হাজার ফলজ ও বনজ গাছের চারা রোপনের কার্যক্রম শুরু করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও ছিন্নমূল মানুষের পুষ্টি চাহিদা কথা চিন্তা করে প্রিন্স চৌধূরীর এমন পদক্ষেপে খুশি জয়পুরহাটের সচেতন মহল।পরিবেশের ভারসাম্যহীনতার জন্য আজ বৈশি^ক মহামারীর উদ্ভব হয়েছে বলে অনেক পরিবেশবিদরা দাবী করেছেন।