মোঃ আবু বকর সিদ্দিক, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে জেলায় করোনা উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু, নতুনকরোনায় সনাক্ত ৫ জন
মোট করোনা রোগী সনাক্ত ৪৩ জন, ২২৬৩ জন হোম কোয়রেন্টাইনে,প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১২২ আইসোলেশনে ৭৩ জন।
আজ শনিবার গতকাল রাতে জয়পুরহাটের পাচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রাইগ্রামের মছির উদ্দিন (৬০) নামে এক শ্রমিকের করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরন করেছে। তার নমুনা রিপোর্ট সংগ্রহ কওে পাঠানো হয়েছে।
রাত ১০ টায় পারিবারিক ১ সদস্যের উপস্থিতিতে মোট ৫ জন মিলে তার দাফন কাফন সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন পাচবিবি উপজেলা নির্বাহী অফিসার নাদিম সারয়ার।
আজ শনিবার ২ টি বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে পজেটিভ নমুনা রিপোর্ট এসেছে ,বিকেলে আবার নতুন কওে ৩ টি পজেটিভ রিপোর্ট এসেছে। নতুন রোগী হলো ৫জন তাদের বাড়ী পাচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আদর্শ গ্রামের আনোয়ার হোসেন, ও একই ইউনয়নের বিনসিরা গ্রামের হাফিজুর রহমান।
এরা সবাই ঢাকা, ও নারায়নগন্জ ফেরৎ। আর জয়পুরহাট সদরের ভাদশা ইউনিয়নের ১জন ,আক্কেলপুর উপজেলার ২ জন।
জেলায় মোট ৪৩ জনের করোনা সনাক্ত হয়েছে।, ৪৩ জনকে আলাদা করে আক্কেলপুর এ গোপীনাথপুর হেলথ ইনষ্টিটিউটে আইসোলেশনে রেখে চিকিৎসা চলছে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় বলেন, সদরের যে রোগী পুর্ব দোগাছি থেকে পলায়ন করেছিল তাকে আজ উদ্ধার কওে হেলথ ইস্টিটিউটে সেফ অতিথিশালায় প্রেরন করা হয়েছে।সদর উপজেলার আক্রান্ত ব্যক্তির পারিবারিক বাড়ি লকডাউন করা হয়েছে।
উল্লেখ্য গত ১৬ এপ্রিল জয়পুরহাট জেলার কালাই উপজেলায় প্রথম ২ জন করোনা রোগী শনাক্তের পর ওই দিনই জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন জয়পুরহাট জেলাকে লকডাউন ঘোষনা করেন।
সারসংক্ষেপ ২২৬৯ জনের নমুনা পরীক্ষা সম্পন্ন, মোট করোনা সনাক্ত ৪৩ জনের ,নমুনা নষ্ট ১২ জনের এবং নেগেটিভ ১৪৯০ জনের ৯১০ রিপোর্ট এখন পর্যন্ত আসেনাই। জেলা প্রশাসক জাকির হোসেন , ও জেলা সিভিল সার্জন সেলিম মিয়া এই খবর নিশ্চিৎ করেছেন।