আজ রবিবার (৬ জুন) সকাল ৮ টার দিকে বালিয়াডাঙ্গা পালপড়া এলাকায় কলাবাগান থেকে একটি মরাদেহ উদ্ধার করে কালিগঞ্জ থানা পুলিশ। মৃত দেহটি একই এলাকার বটতলা পাড়ার চাঁন মিয়ার ছেলে।
সকালে স্থানীয়রা তার মরা দেহ কলাবাগানে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শাহিন হোসেনের মরাদেহ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, নিহত শাহিন হোসেন বালিয়া ডাঙ্গা আজার এলাকায় একটি লেদ মেশিন বশিয়ে কাজ করতেন।
সকালে শাহিন হোসেন কে পাওয়া যাচ্ছেনা। এমন সংবাদ পাওয়ার পর খোজাখুজি শুরু করেন তার পরিবারের লোকজন সহ অনান্যরা। কিছুক্ষন পরে পাশের রাস্তার উপর শাহিনের ব্যবহৃত একটি জুতা দেখতে পাওয়া যায়।
এরও কিছুক্ষন পরে বালিয়াডাঙা গ্রামের রনজিৎ কুমারের কলা বাগানে তার মরাদেহ পড়ে থাকতে দেখা যায়। তবে শাহিনের গলায় মোটা তার বা শক্ত কিছু গলায় ফাঁশ দিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন।
ঝিনাইদহ কালিগঞ্জ থানার ওসি মাহফুজর মিয়া জানান, সংবাদ পেয়ে আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। শাহিন কে পিটিয়ে ও শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তবে কে বা কাহারা কি কারণে এ হত্যা করা হয়ে থাকতে পারে তা এখনো নিশ্চিতভাবে যানা যায় নি।