1. info@dailyshadhinbarta.com.bd : দৈনিক স্বাধীন বার্তা : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের খবর ভুয়া: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকায় আসছেন ড. জাকির নায়েক, বাংলাদেশ নিয়ে ভারতের মন্তব্য কি কালিয়াকৈর-ধামরাই সড়কে মর্মান্তিক দুর্ঘটনা: কান্দাপাড়ায় ঝরল এক প্রাণ সীমান্তে ফের বড় সাফল্য, ১ কোটি ২৬ লাখ টাকার স্বর্ণসহ চোরাচালান জব্দ করল ৪৯ বিজিবি অবশেষে যুদ্ধবিরতিতে রাজি পাকিস্তান-আফগানিস্তান: তুরস্কের ঘোষণা যৌন কেলেঙ্কারির জের: ‘প্রিন্স’ মর্যাদা ও রাজপ্রাসাদে ঠাঁই হারাচ্ছেন অ্যান্ড্রু যুদ্ধবিরতির পর গাজায় ২৪ হাজার টন ত্রাণ পৌঁছেছে: জাতিসংঘ প্রবাস নয়, দেশেই ‘কমলা’ চাষে ভাগ্য বদল শার্শার আবু হানিফের কাশি দিয়ে ধরা পড়লেন, খাদ্য বিভাগের নিয়োগ পরীক্ষার জালিয়াতি চক্রের ৩ সদস্য আটক যশোরে ফের ১ কোটি ৮৩ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

দিনাজপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে

মোঃ আব্দুল আজিম, (দিনাজপুর) জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

দিনাজপুর প্রেসক্লাবের ৪১তম বার্ষিক সাধারণ সভা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারী মঙ্গলবার বেলা ১২টায় নিমতলাস্থ দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুরুল হুদা দুলাল।
সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক আজকের প্রতিভা’র সম্পাদক ও প্রকাশক আবু সাঈদ আহমেদ কুমার।বার্ষিক আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন, প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাপ্তাহিক কৃষি ও আমিষ’র সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ নুরুজ্জামান।

সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য মোঃ ওবায়দুর রহমান। পরে দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক তিস্তা’র সম্পাদক মরহুম মোঃ মিজানুর রহমান লুলু, প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম তাহের উদ্দিন ঠাকুর, দৈনিক উত্তরা’র সম্পাদক মরহুম অধ্যাপক মুহম্মদ মহসীন, দৈনিক স্বর্ণ সকাল’র সম্পাদক ও প্রকাশক মরহুম কাজী তাজ-উল-শামস্ প্রিন্সসহ বিগত দিনে সেসব সাংবাদিক ও তাদের পরিবারের সদস্য ইন্তিকাল করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা ও দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক উত্তর বাংলা’র সম্পাদক ও প্রকাশক মোঃ মতিউর রহমান, সাংবাদিক আব্দুর রহমান, জিএম হিরু, মোঃ ইউসুফ আলী, মোঃ নুর ইসলাম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য ও স্বদেশ প্রতিদিন’র দিনাজপুর প্রতিনিধি মোঃ শাহিন হোসেন। সাধারণ সভায় ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত ঐতিয্যবাহি দিনাজপুর প্রেসক্লাবের অতিতের গৌরব ধরে রাখতে ও প্রেসক্লাবটিকে আরো এগিয়ে নিতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

পাশাপাশি প্রেসক্লাবের উন্নয়নে যেসব দাতা আর্থিক সহযোগিতা করেছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পরে অনুষ্ঠানের সভাপতি ও দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি সাপ্তাহিক আওয়ামী কন্ঠ’র বার্তা সম্পাদক মোঃ নুরুল হুদা দুলাল সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

উল্লেখ্য, আগামী ১২ই ফেব্রুয়ারী দিনাজপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হবে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ১৫টি পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও অন্য কোন প্রার্থী না থাকায় (৩টি পদে) দপ্তর সম্পাদক পদে দৈনিক বর্তমান’র দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃ মাহবুবুল হক খান, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে সাপ্তাহিক চেহেলগাজী’র নির্বাহী সম্পাদক মোঃ ওবায়দুর রহমান ও ক্রীড়া সম্পাদক পদে দৈনিক বাংলাদেশের আলো’র দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃ মনসুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

প্রতিদ্বন্দ্বি ২০ জন প্রার্থীর মধ্যে সভাপতি পদে দুইজন প্রার্থী হলেন-দৈনিক ইত্তোফাক’র স্টাফ রিপোর্টার মোঃ মতিউর রহমান ও সাপ্তাহিক আওয়ামীকন্ঠের বার্তা সম্পাদক মোঃ নুরুল হুদা দুলাল। সহ-সভাপতি পদে ৪ জন প্রার্থী হলেন-সাপ্তাহিক কৃষি ও আমিষ’র সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ নুরুজ্জামান, দৈনিক দিনবদলের সংবাদ’র সম্পাদক মোঃ রেজাউল করিম, দৈনিক নয়াদিগন্তের দিনাজপুর প্রতিনিধি মোঃ সাদাকাত আলী খান ও স্বদেশ প্রতিদিনের দিনাজপুর প্রতিনিধি মোঃ শাহিন হোসেন।

সাধারণ সম্পাদক পদে দুই প্রার্থী হলেন-এনটিভির দিনাজপুর প্রতিনিধি মোঃ ফারুক হোসেন ও মাছরাঙ্গা টিভির দিনাজপুর প্রতিনিধি মোঃ রেজাউল করিম রঞ্জু। সহ-সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী হলেন-দীপ্ত টিভির দিনাজপুর প্রতিনিধি মোঃ সুলতান মাহমুদ ও দি ডেইলি মুসলিম টাইমস’র স্টাফ রিপোর্টার মোঃ মাসুদ রানা।অর্থ সম্পাদক পদে দুইজন প্রার্থী হলেন-দৈনিক আজকের প্রতিভা’র ব্যবস্থাপনা সম্পাদক এ এইচ বাবলু, দৈনিক সংগ্রামের দিনাজপুর জেলা প্রতিনিধি এটিএম কামারুজ্জামান।

সাংস্কৃতিক সম্পাদক পদে দুইজন প্রার্থী হলেন-দৈনিক কালবেলা’র দিনাজপুর প্রতিনিধি মোঃ মিজানুর রহমান ও দি পিপসল্ টাইমস্’ দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃ আবু সাঈদ বিপ্লব। এবং নির্বাহী সদস্য পদে ৬ জন প্রার্থী হলেন-সাপ্তাহিক আওয়ামীকন্ঠের সম্পাদক মির্জা আশফাক হোসেন, দৈনিক আজকের প্রতিভা’র বার্তা সম্পাদক মোঃ আব্দুর রহমান, দৈনিক পত্রালাপ’র স্টাফ রিপোর্টার মোঃ আসাদুজ্জামান আসাদ, দৈনিক আমাদের অর্থনীতি’র দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃ ইউসুফ আলী, সাপ্তাহিক গাজী’র সম্পাদক ও প্রকাশক মোঃ গাজী জাহাঙ্গীর আলম ও দৈনিক আজকের প্রতিভা’র স্টাফ রিপোর্টার মোঃ রিয়াজুল ইসলাম সন্টু। এই নির্বাচনে মোট ৩৯ জন ভোটার ভোট প্রদান করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon
 

Community Verified icon