গত ২৪ ঘন্টায় করোনা জনিত কারণে ১২ জনের মৃত্যু হয়েছে। এই ২৪ ঘন্টায় নতুন করে আরো শনাক্ত হয়েছেন ২২ হাজার ৪০৩ জন। শনাক্তের হার বেড়ে দাড়িয়েছে ২৮ দশমিক ৪৯ শতােংশের ওপরে। মোট শনাক্তের সংখ্যা দাড়িয়েছে ১৬ লাখ ৬৮ হাজার ৬১৬ জন।
গতকাল শুক্রবার (২১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসকল তথ্য জানানো হয়েছে। এর আগের দিনের ২৪ ঘন্টায় করোনায় ৪ জনের মৃত্যু হয়েছিলো। শুক্রবারের বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ্য হয়েছিলো আরো ৭৫২ জন। সর্বমোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৫ হাজার ৫৯৫ জন।
২০২০ সালের ৮ই মার্চ প্রথম বাংলাদেশে ৩ জনের করোনা শনাক্ত হয়। এর পর থেকে ক্রমাগত দেশে করোনার সংক্রমন বৃদ্ধি ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে যা আজও ক্রমাগত বেড়ে চলেছে। মাঝে কিছুটা কমলেও এখন আবার আগের অবস্থায় ফিরে যাওয়ার আসংখা করা হচ্ছে।
করোনা মৃত্যু ও সংক্রমন বৃদ্ধির কারণে আগে থেকেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো সাময়িক বন্ধ করার ঘোষনা দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রনালয়। যার পরিপ্রেক্ষিতে ২১শে জানুয়ারি ২০২২ থেকে আগামি ৬ই ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত মোট দু-সপ্তাহের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষনা দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রনালয়।
গতকাল শুক্রবার স্বাস্থ্য মন্ত্রী ড. জাহেদ মালেক এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই বন্ধের ঘোষনা দেন। তিনি আরো বলেন পরিস্থিতি কিছুটা ভালো হলে নির্দিষ্ট সময়ে আবারও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।