1. info@dailyshadhinbarta.com.bd : দৈনিক স্বাধীন বার্তা : দৈনিক স্বাধীন বার্তা
শুক্রবার, ০২ মে ২০২৫, ১১:০৩ অপরাহ্ন

প্রতি বারের মত এ বছরও গরীব অসহায়দের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম চালু রেখেছে নতুনধারা

মোঃ জাকির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ সোমবার, ১১ এপ্রিল, ২০২২

আজ ১১ এপ্রিল বিকেল সাড়ে ৫ টায় তোপখানা রোডস্থ কার্যালয়ের সামনে ইফতার সেবা কর্মসূচি পরিচালনা করেন। প্রতি বছরের মত এবারও এই সংগঠনটি গরীব ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি চলমান রেখেছেন।

এ সময় নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, ঢাকা বিভাগীয় সমন্বয়ক জোবায়ের মাতুব্বর প্রমুখ উপস্থিত ছিলেন। মাসব্যাপী ইফতার কর্মসূচি রাজধানীর বিভিন্ন এলাকার পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলেও অব্যাহত আছে বলে জানান নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ।

নতুন ধারা এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদি বলেন, আমরা সবসময় জনগণের জন্য কাজ করি। আমরা বুঝতে চেষ্টা করি আমার দেশের মানুষের বর্তমান সংকট কি চলছে। তিনি আরো বলেন, বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রবমূল্যের উর্ধোগতির কারণে দেশের সাধারণ মানুষের নাজুক অবস্থা চলছে।

যে কোন কিছুর বিনিময়েই হোক না কেন দ্রব্যমূল্যের দাম কমানো ছাড়া আর কোন বিকল্প কিছু নেই। যদি এই সরকার আবারও ক্ষমতায় আসতে চায়, তাহলে জনগণের কথা প্রথমেই ভাবতে হবে। ভাবতে হবে কিভাবে স্বল্পমূল্যে দেশের সাধারণ মানুষকে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় ক্ষমতার মধ্যে আনা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Licence No- TRAD/DSCC/210965/2019 and applied for registration.

Community Verified icon
 

Community Verified icon