1. info@dailyshadhinbarta.com.bd : দৈনিক স্বাধীন বার্তা : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ইলেকট্রিক যান ব্যবহারে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে: আদিলুর রহমান লোহাগাড়ায় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জালিয়াতি চক্রের তিন সদস্য আটক রিজিয়া পারভীনের সঙ্গে মঞ্চ মাতালেন যুক্তরাষ্ট্র প্রবাসী শিল্পী সেলিম ইব্রাহিম ২য় বারেও ব্যর্থ! মনির খানের আসনে নতুন মুখ মেহেদী হাসান রনি ‘সবাইকে নিয়েই ফেব্রুয়ারিতে নির্বাচন চাই’ – দেশে ফিরেই জামায়াত আমীরের আলটিমেটাম নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীক পেল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের খবর ভুয়া: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকায় আসছেন ড. জাকির নায়েক, বাংলাদেশ নিয়ে ভারতের মন্তব্য কি কালিয়াকৈর-ধামরাই সড়কে মর্মান্তিক দুর্ঘটনা: কান্দাপাড়ায় ঝরল এক প্রাণ সীমান্তে ফের বড় সাফল্য, ১ কোটি ২৬ লাখ টাকার স্বর্ণসহ চোরাচালান জব্দ করল ৪৯ বিজিবি

ফুলবাড়ীতে দাম বৃদ্ধি পেয়েছে নিত্যপণ্যসহ প্রসাধনী সামগ্রীর

মোঃ আশরাফুল আলম। ফুলবাড়ী(দিনাজপুর)
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
দিনাজপুরের ফুলবাড়ীতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাবে নিত্যপণ্যের সঙ্গে পাল্লা দিয়ে সাবান, শ্যাম্পু, লোশন, টুথপেস্ট, ডিটারজেন্টসহ অন্য সব কসমেটিক্স পণ্যের দাম বেড়েছে। বর্তমান বাজার সংস্কৃতিতে নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির মধ্যেই প্রসাধনী পণ্যের দাম বাড়ায় আরো বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
ফুলবাড়ীর পত্রিকা এজেন্ট মোঃ মোন্নাফ আলী জানান, তেলের দাম বৃদ্ধিতে পরিবহন খরচ বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে লাগামহীনভাবে বেড়েছে নিত্যপণ্যের দাম। সাধারণ মানুষসহ সর্বস্তরের মানুষের জীবন চালানো দায় হয়ে পড়েছে। সাধারণ মানুষের আয় বৃদ্ধি না হলেও ব্যয় বেড়েছে কয়েকগুণ।
ফুলবাড়ী পৌরবাজারসহ পার্শবর্তী এলাকার বাজারগুলোতে এখন চাল, ডাল, আটা, তেল, চিনি থেকে শুরু করে সব ভোগ্য পণ্যের দামই চড়া। প্রতিনিয়ত সাধারণ মানুষ ক্রয়ক্ষমতা হারাচ্ছে। বেড়েছে শিক্ষা উপকরণের দামও। ক্রেতারা জানান, গায়ে মাখা ১০০ গ্রাম সাবানে বৃদ্ধি পেয়েছে ১০-১৫ টাকা। আগে যে সাবান ৩৫ টাকায় পাওয়া যেত সে সাবান এখন ৫২-৬০ টাকা বিক্রি করা হচ্ছে। বাজারে বেড়েছে কাপড় ধোয়ার গুড়ো সাবানের দাম। আগে ১ কেজি গুড়ো সাবান ৯৫ টাকায় পাওয়া যেত। এখন বিক্রি করা হচ্ছে ১২০ টাকায়। বেড়েছে কাঁচা সাবানের দামও প্রায় প্রতিটি বল সাবানে ৮ টাকা করে বেড়েছে। ২০০ গ্রামের সব ধরণের শ্যাম্পু ১০-১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২২৫-২৩০ টাকা। টুথপেস্টের দামেও ক্ষুব্ধ ক্রেতা সাধারণ। এখানেও ৩০-৪০ টাকা বেড়েছে।
বিক্রেতারা বলেন, আগের দামে পণ্যের অর্ডার দেয়া যাচ্ছেনা। আগের চেয়ে ২০-২৫ টাকা বেশি দিয়ে নতুন পণ্য কিনতে হচ্ছে তাদেরকে। সংশ্লিষ্টরা জানান, খাদ্যপণ্য ও অন্যান্য নিত্যপণ্যের পাশাপাশি টয়লেট্রিজ সামগ্রী ও ঘর পরিস্কার রাখার উপকরণের দামও বেড়েছে। ফুলবাড়ী উপজেলার পৌর বাজারের মোঃ আওরঙ্গজেব শাহ আঙ্গুর জানান, উর্ধ্বমুখী বাজার সংস্কৃতির কারণে বেড়েছে ব্যয়। ব্যয় এতই বেড়েছে যে সাধারণ মানুষের সংসার চালানোই দায় হয়ে পড়েছে। স্থানীয়ভাবে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং না থাকার কারণে প্রতিনিয়তই নিত্যপণ্যের দাম বাড়ছে। তিনি আরও জানান উপজেলা প্রশাসনের মাসে ৪ টি অভিযান পরিচালনার নির্দেশনা থাকলেও রহস্যজনক কারনে তা বাস্তবায়ন হচ্ছেনা।
দিনাজপুর জেলা ক্যাবের নির্বাহী সদস্য ও উপজেলা সভাপতি মাসউদ রানা বলেন, এসব নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ার কারণে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষরা। তিনি আরো জানান, অসাধু ব্যবসায়ীদের কারসাজি রোধে সংশ্লিষ্টদের জোরালো ভূমিকা প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon
 

Community Verified icon