মোঃমাসুদ পারভেজ বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে এক নারী (২০) নমুনায় করোনা শনাক্ত হয়েছে। তিনি রামপালের প্রথম করোনা রোগী।সোমবার (১৮মে) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের পিসির ল্যাব সূত্রে এ তথ্য জানা গেছে।
এই নারীর বাড়ি রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের বাবুরহাট গ্রামে।ওই নারী কিছুদিন আগে মুন্সিগন্জ্ঞ থেকে রামপালে এসেছে। রামপাল উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সুকান্ত কুমার পাল বলেন,ওই নারী রবিবার আমাদের হাসপাতালে আসে।
তার শরীরে করোনার উপসর্গ থাকায় আমরা তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়।আজ সন্ধ্যায় তার করোনা শনাক্তের রিপোর্ট পজিটিভ এসেছে