1. admin@dailyshadhinbarta.com : দৈনিক স্বাধীন বার্তা : দৈনিক স্বাধীন বার্তা
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘুষ ও চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, স্বরাষ্ট্রমন্ত্রী দিনাজপুরে ২১০ রাউন্ড গুলিসহ ১৭টি আগেন অস্ত্র জমা দেওয়া হয়েছে সকল কর্মস্থল থেকে ভারতীয় নাগরিকদের প্রত্যাহারের দাবি জবিতে শত, সাহসি ও যোগ্য ভিসি চান শিক্ষরা বাংলাদেশী ইলিশ না পেয়ে বিপাকে ভারতীয়রা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য রেজাউল করিম লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সাড়ে ৪ কোটি টাকা প্রদান করে আশা আজ মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ পহেলা অক্টোবর মধ্যে গুচ্ছ’র ক্লাস শুরুর দাবি সরকার পতনের আন্দোলনে বিএনপির ৪২২ নিহত হয়েছে কাজীপাড়া ও মিরপুরের মেট্রো স্টেশন সেপ্টম্বরেই চালু হচ্ছে লোহাগাড়ায় পুকুরে পড়ে তৌছিপ নামের এক কিশোরের মৃত্যু হয়েছে লোহাগাড়াতেও যানজটে অতিষ্ট নগরবাসি সংবাদ প্রকাশের পর জগন্নাথে হলের দখল ছেড়েছে ছাত্রদল

বিমানবন্দরের শ্রমিকদের হামলায় শিকার মানারাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিতঃ রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

রাজধানীর বিমানবন্দরে বেসরকারি বিশ্ববিদ্যালয় মানারাত বিশ্ববিদ্যালয়ের গাড়ি ভাঙচুর করেছেএবং শিক্ষার্থীদের উপর নেক্যারজনক হামলা চালায় বিময়ানবন্দরে কর্মরত ৩য় টার্মিনালের শ্রমিকেরা।

 

 

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দরের ফুট ওভার ব্রিজ সংলগ্ন এলাকায় এবং হ্যাঙ্গার গেটে (৮ নম্বর গেটে) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অন্তত সাত-আটজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ১২ তম সেমিস্টারের ছাত্র মনিরুজ্জামান মিলু, ফার্মেসি বিভাগের জামশেদ হাসান এবং বিবিএ বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্রী মাথিন ইফতেখার ইতু।

 

 

 

শিক্ষার্থীরা জানান, ঢাকা থেকে আশুলিয়ায় মানারাত বিশ্ববিদ্যালয়ের যাচ্ছিল শিক্ষার্থীদের একটি বাস। যাওয়ার পথে বিমানবন্দর এলাকায় বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের শ্রমিক পরিবহনে ব্যবহৃত একটি গাড়ি আমাদের গাড়িকে ধাক্কা দেয়। পরে সেই গাড়িটিকে বিমানবন্দরের হ্যাঙ্গার গেটের পাশে গিয়ে আটকানো হয়। তখন ধাক্কা দেওয়া গাড়ির ড্রাইভারকে নিয়ে এসে আমাদের গাড়ির যে ক্ষতি করছে, সেটি দেখানো হচ্ছিল। ওই সময় বিমানবন্দরে কর্মরত এডিসি (ADC) ও দেশি (DESHI) কোম্পানির শত শত শ্রমিক এসে আমাদের ওপর হামলা করে এবং বিশ্ববিদ্যালয়ের গাড়ি ভাঙচুর করে।

 

 

আহত শিক্ষার্থী মনিরুজ্জামান মিলু বলেন, এয়াপোর্টের নতুন শপিং মলের সামনে বিমানবন্দরের কনস্ট্রাকশনের কাজে নিয়োজিত একটি বাস সাইড থেকে চাপিয়ে দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের বাসকে লাগিয়ে দেয়। তখন বাসের জানালার গ্লাস ভেঙে আমার ওপর এসে পড়ে এবং আমার ওপরেই ভেঙে যায়। যার কারণে আমার হাতটা কেটে গেছে।

 

 

মনিরুজ্জামান মিলু আরও বলেন, এরপর ওই গাড়িটিকে থামতে বললে ওরা টান দিয়ে চলে যায়। আমরাও ওই গাড়ির পিছু পিছু বিমানবন্দরের ভেতরে র‍্যাব হেডকোয়ার্টারের পাশে যাই। পরে ড্রাইভারের সঙ্গে কথা বলতে গেলেই একপর্যায়ে ধস্তাধস্তি হয়।
মিলু আরও বলেন, ধস্তাধস্তির সময় দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তাদের বাসের ড্রাইভারকে নিয়ে এসে দেখানো হচ্ছিল-তারা কি ক্ষতি করেছে।

 

 

যখন আমরা ড্রাইভারকে নিয়ে আসছি, ওরা শত শত লোক (শ্রমিক) ইট, হেলমেট দিয়ে আমাদের পুরো বাস ভেঙে দিয়েছে। বাসের মধ্যে মেয়ে (ছাত্রী) ছিল। ওরা বাসের মধ্যে উঠে ছাত্রীদের গায়েও হাত তুলে সেই সঙ্গে বাস জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়। সেই সঙ্গে যাকে পেয়েছে তাকেই মারধর করছে। পরবর্তীতে আমাদের বাসের ড্রাইভার গাড়ি টান দিয়ে র‍্যাব হেডকোয়ার্টারের সামনে নিয়ে গেছে। তখন র‍্যাবের লোকজন তাদেরকে থামায়। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে আমাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের বাসটি বিমানবন্দর থানায় রয়েছে।

 

 

মাথিন ইফতেখার ইতু বলেন, হামলাকারীরা শুধু বাসই ভাঙচুর করেনি, তারা ছেলেদের পাশাপাশি মেয়েদেরকেও মারধর করেছে। আমাকেও মারধর করছে, আমার জামা কাপড় ছিঁড়ে ফেলেছে। শরীরের বিভিন্ন জায়গায় কেটে ফেলেছে।
এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক মিঞা বলেন, মারামারি বিষয়টি এপিবিএন ধরেছিল। পরে এপিবিএন আমাদেরকে জানিয়েছে-রাস্তায় দুই গাড়ির ধাক্কা লেগেছে। পরে মানারাতের স্টুডেন্টরা নাকি ওদের (এডিসি) ড্রাইভারদের ধমক দিয়েছিল। যার কারণে এডিসির শ্রমিকেরা মানারাতের বাসটির কয়েকটি গ্লাস ভেঙে ফেলেছে।

 

ই/এইচ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2020-2022 Daily Shadhin Barta