টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার আগে শেষ প্রস্তুতি হিসেবে দক্ষিন আফ্রিকার বিপক্ষে মাঠে নামার কথা ছিলো বাংলাদেশ দলের। কিন্তু ব্রিসবেনের আকাশে মেঘের ঘনঘটায় এবং হালকা বৃস্টির কারণে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।
একই দিনে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের প্রস্তুতি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেছে। আর ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার প্রস্তুতি ম্যাচেও টস অনুষ্ঠিত হয়নি।
নিউজিল্যান্ডের মাটিতে ভরাডুবির পরে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ হিসেবে আফগানিস্তানের কাছেও হেরে যায় সাকিবের দল।
তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটিই নিজেদের ঝালিয়ে নেয়ার শেষ সুযোগ ছিল। সে লক্ষ্যেই বাংলাদেশ মাঠে নামার কথা ছিল সাকিব বাহিনীর। তবে বেরসিক বৃষ্টিতে ভেস্তে গেল টাইগারদের শেষ প্রস্তুতি ম্যাচ।
এদিকে মূল পর্বের আগে সম্ভাব্য সেরা একাদশ নিয়েই এই ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছিল টিম ম্যানেজম্যান্টের কাছ থেকে। তবে বৃষ্টির কবলে পড়ে ম্যাচ বাতিল হওয়ায় বাংলাদেশ দলের টিম কম্বিনেশন ঠিক করায় বেশ বেগ পেতে হবে। কারণ ব্যাটসম্যানদের বাজে পারফরম্যান্সে দুশ্চিন্তায় রয়েছে টিম ম্যানেজমেন্টও।
বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), লিটন দাস, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী রাব্বি, নাসুম আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার।
স্ট্যান্ডবাই: শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন এবং সাব্বির রহমান