সফিকুল ইসলাম মাসুদ, ইন্দুকানী পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় জাতীয় দৈনিক ভোরের কাগজ এর উপজেলা প্রতিনিধি, ইন্দুরকানী প্রেস ক্লাব সদস্য ও উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকরামুল শিকদারকে লঞ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
লাঞ্চিত সাংবাদিক জানায়, আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২০ এর মিটিং শেষে উপজেলা চেয়াম্যানের সাথে দেখা করতে আসলে পত্তাশী ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম মিন্টু উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি এ্যাড এম মতিউর রহমান ও যুবলীগ সভাপতি আঃ রাজ্জাক এর সামনে প্রকাশ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আকস্মিক হামলা চালায়।
হামলায় সাংবাদিক ইকরামুল শিকদার গুরুতর আহত হয়। হামলাকারী মিন্টু জানান, ইকরামুল দলীয় ভাবে বিভিন্ন জায়গা থেকে ত্রান সংগ্রহ করে তা সঠিক ভাবে বিতরন করে না এসব বিষয়ে তার কাছে জানতে চাইলে হাতাহাতি হয়।
এবিষয় ইন্দুরকানী প্রেসক্লাব সভাপতি আজাদ হোসেন বাচ্চু বলেন, ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি ও প্রেস ক্লাব সদস্য-এর উপর হামলার তীব্র ও নিন্দা প্রকাশ করছি। এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও অপরাধীকে বিচারের আওতায় আনতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি। হামলার ঘটনায় ইন্দুরকানী থানায় একটি অভেোগ দায়ের করা হয়েছে।
ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান স্বাধীন বার্তা প্রতিনিধিকে জানান, বিষয়টি অত্যান্ত দুঃখ জনক সাংবাদিকের ওপর হামলা এটা আমরা কখনো আশা করিনা। অবশ্যই আইন তার সুষ্ঠ তদন্ত করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।