1. info@dailyshadhinbarta.com.bd : দৈনিক স্বাধীন বার্তা : দৈনিক স্বাধীন বার্তা
শনিবার, ০৩ মে ২০২৫, ১০:০২ অপরাহ্ন
শিরোনামঃ
দিনাজপুর থেকে দুই বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত বাহিনী শার্শায় ধান ক্ষেতের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার ফুলবাড়ীতে মহান মে দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহের নান্দাইল থেকে তিন আওয়ামীলীগ নেতা গ্রেফতার ৪৯ বিজিবি’র অভিযানে মাদকসহ অবৈধ ভারতীয় চোরাচালান জব্দ যে হারে কমেছে জ্বালানি তেলের দাম ‘পারমাণবিক’ শক্তিধর দেশ পাকিস্তানকে হামলা করা সহজ নয়: মরিয়ম ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি, আমাদের প্রস্তুত থাকতে হবে: প্রধান উপদেষ্টা গত ১৫ বছর সংসদ কার্যকর ছিল না: শিশির মনির পাকিস্তানের ধাওয়া খেয়ে পালিয়ে গেল ভারতের ৪ যুদ্ধবিমান

মাটিরাঙ্গায় কর্মহীনদের খাদ্য সহায়তা পৌছে দিচ্ছে মাটিরাঙ্গা পৌরসভা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০

মোঃ রাকিব হোসেন, মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধিঃ চীন থেকে শুরু হওয়া করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে সারাদেশে চলছে অঘোষিত লকডাউন। আর এ পরিস্তিতিতে সারাদেশের ন্যায় কর্মহীন হয়ে পড়েছে পিছিয়ে পড়া জনপদ মাটিরাঙ্গা পৌরসভার অসহায়-দিনমজুর মানুষ ।

সরকারের নির্দেশে মাটিরাঙ্গার এসব কর্মহীন অসহায়-দিনমজুর মানুষের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে মাটিরাঙ্গা পৌরসভা । সরকারী বরাদ্দদের বাইরেও মাটিরাঙ্গা বাজারের ব্যাবসায়ীদের সহযোগিতায় মাটিরাঙ্গা পৌরসভার উদ্যোগে মাটিরাঙ্গা পৌরসভার কর্মহীন মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌছে দিচ্ছে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা ।

শুক্রবার (৩ এপ্রিল) সকালের দিকে মাটিরাঙ্গা পৌরসভা মিলনায়তনে কর্মহীন মানুষের হাতে খাদ্য সহায়তা তুলে দিয়ে এ কর্মসুচীর উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ ।

এরপরপরই বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের হাতে খেটে খাওয়া সহস্রাধিক শ্রমজীবী, হতদরিদ্র ও নিম্ন আয়ের কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের জন্য তুলে দেন মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক । এসময় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হাসিনা বেগম ।

মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক মো: তাজুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মো. আলাউদ্দিন লিটন ও মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মো. শহিদুল ইসলাম সোহাগ ছাড়াও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রমুখ উপস্থিত ছিলেন ।

মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক বলেন, সরকারের নির্দেশ আমাদের এ তৎপরতা অব্যাহত থাকবে। অতীতের মতোই করোনার মহামারীতে মাটিরাঙ্গা পৌরসভার নি:স্ব মানুষগুলোর পাশে থাকবে বলেও জানান তিনি ।

সুরক্ষাই করোনা প্রতিরোধের একমাত্র প্রতিষেধক মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ সামাজিক দুরত্ব নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের ভুমিকা রাখার আহবান জানান । তিনি বলেন, সরকারী সব ধরনের সুবিধা নিয়ে প্রশাসন মাঠে আছে ও থাকবে ।

এসময় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম করোনা ভাইরাস প্রতিরোধে জনপ্রতিনিধিদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের আহবান জানিয়ে বলেন, সরকারী সহযোগিতারও বাইরেও ব্যাক্তি উদ্যোগে সাধারন মানুষের পাশে থাকতে হবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Licence No- TRAD/DSCC/210965/2019 and applied for registration.

Community Verified icon
 

Community Verified icon