ঢাকার রাজধানীতে পুলিশের নিয়মিত মাধক বিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল ২০ই জানুয়ারী (বৃহস্প্রতিবার) সকাল ৬টা থেকে আজ ২১শে জানুয়ারী (শুক্রবার) সকাল ৬টা পর্যন্ত পুরো ২৪ঘন্টায় পুলিশের সাড়াশি অভিযানে রাজধানীর বিভিন্ন থানা থেকে ৬৫জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
মাদক কারবারি ও মাদক সেবীদের গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৭৭১১ পিছ ইয়াবা, ৭৮ গ্রাম হিরোইন, ৩১ কেজি ৭৩০ গ্রাম গাজা ও ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪৩টির ও বেশি মামলা দায়ের করা হয়েছে।