মোঃমাসুদ পারভেজ বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ উপকুলের আরো কাছাকাছি চলে এসেছে অতিপ্রবল ঘূর্ণিঝড় “আমফান”।ঘুর্ণিঝড়টি মোংলা সমুদ্র বন্দরের মাত্র ২০০ কিঃমিঃ দক্ষিণ পশ্চিমে অবস্হান করছে।২০ মে বুধবার পূর্বাভাসে নিজেদের ওয়েবসাইটে এ তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতর আরো জানায়,মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড় “আমফান” উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় (২০.৬ উত্তর অক্ষাংশ এবং ৮৭.৮ পূর্ব দ্রাঘিমাংশ) অবস্হান করছে।
আজ দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৪৮০কিঃমিঃ দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৪৭০ কিঃমিঃ দক্ষিন পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৯০ কি.মি দক্ষিন পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৩২০কি.মি দক্ষিন পশ্চিমে অবস্হান করছিলো।বর্তমানে এর বাতাসের গতিবেগ রয়েছে ২০০থেকে ২২০ কি.মি।0