মোঃমাসুদ পারভেজ মোংলা, বাগেরহাট প্রতিনিধিঃ মোংলায় করোনা সংক্রমণ এবং সরকারি পদক্ষেপ নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে তান্জ্ঞিরুল ইসলাম নয়ন (২২) নামের এক যুবককে আটক করেছে র্যাব-৬। শুক্রবার (১ মে) চিলা ইউনিয়নের জয়মনি থেকে আটকের পর তার বিরুদ্ধে মোংলা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
র্যাব-৬ এর বরাত দিয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃইকবাল বাহার চৌধুরী জানান,মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের এক যুবক তার সোশ্যাল মিডিয়ায় করোনাভাইরাস সংক্রমণ ও সরকারের বিভিন্ন কাজের পদক্ষেপ নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ আসে র্যাব-৬ এর কাছে।
এমন অভিযোগের সূত্রধরে জয়মনি এলাকায় অভিযান চালায় র্যাব-৬ এর সদস্যরা।এসময় নয়ন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়।আটক নয়ন জয়মনি গ্রামের মুজিবুর রহমান মোল্লার ছেলে।
দুপুরে নয়নকে মোংলা থানায় হস্তান্তর করে র্যাব-৬। পুলিশ পরিদর্শক রমজান আলী বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। তবে র্যাবের জিজ্ঞাসাবাদে এ সকল কাজে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে নয়ন।শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলেও জানান পুলিশের কর্মকর্তা।