মোঃ মাসুদ পারভেজ মোংলা,বাগেরহাট প্রতিনিধিঃ সুন্দরবন বেষ্টিত বন্দর নগরী মোংলা সহ এর আশ-পাশের এলাকায় গেল (৭ মে) বৃহস্পতিবার রাত ৮টার পরে হঠাৎ করে কাল বৈশাখী ঝড় আঁচড়ে পড়ে।যার বাতাসের গতিবেগ ঘন্টায় ৭০ থেকে ৮০ কিঃমিঃ বেগে ছিল বলে জানা যায়।ঝড়ো হাওয়া সেই সাথে বজ্র ও বৃষ্টি।
৩টা মিলে গৃহবন্দি মানুষ গুলো ভীতসন্ত্রস্ত হয়ে দিশেহারা পাগলপ্রায় হয়ে যায়।এতে বেশ কিছু গাছপালা, মৎস্য ঘের ও ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। স্হানীয় আবহাওয়া অফিস বলেছে, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় মোংলা বন্দরকে ২ নম্বর দূরবর্তী শতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
তারা আরো জানায়, চলতি মাসে মোংলা সহ এ অঞ্চলে এমন ও এর থেকে বিধ্বংসী আরো কয়েকটি ঝড়ের আশংকা রয়েছে। তাই করোনা নামক ঝড় ও সমুদ্র সৃষ্ট ঝড় ২ টাকেই মোকাবেলার মানষিকতা রেখে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে দিনাতিপাত করতে হবে।