মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ-সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় আম্পানের কারনে মোংলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ২০ তারিখ মধ্য রাতে ঘূর্ণিঝড়ের আম্পানের প্রভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ব্যাপক জায়গায় ক্ষতির সন্মুখীন হয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা গিয়েছে জয়মনি ৭নং ওয়ার্ড সহ চিলা ইউনিয়নে ব্যাপক ক্ষতি হয়েছে। ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে মানুষের বসত ঘর-বাড়ি ও মাছের ঘের।নদীর পাশের ভেড়িবাধ ও রাস্তা ভেঙ্গে গেছে।মানুষের চলাচলে ব্যাপক সমস্যা হচ্ছে।
ঘূর্ণিঝড় আম্পানের বিষয়ে জানতে চাইলে চিলা ইউনিয়নে চেয়ারম্যান গাজী আকবর হোসেন বলেন,আমার ইউনিয়নে ব্যাপক ক্ষতি হয়েছে। রাস্তাঘাট ভেঙে গেছে মানুষের ঘর-বাড়ি ও মালামালের ক্ষতি হয়েছে। আমরা যথাসাধ্য চেষ্টা করব তাদের ক্ষতি পুরন দেওয়ার।
চিলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন,বিশেষ করে নদীর পাশে বসবাস করা মানুষ গুলেোর চরম অবস্হা।ঘরের মালামাল নদীতে ভাসিয়ে নিয়ে গেছে।এছাড়া ও ঘূর্ণিঝড় আম্পানের কারনে মানুষের মাছের ঘের ডুবে গেছে,মাছ গুলো সব নদীর পানিতে ভেসে গেছে।