মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, মান্নান ও সাফিয়া বেগমের বাড়িতে হামলা এবং রামদায়ের কোপের আলামত লক্ষ্য করা যায়। হামলার বিষয়ে সাফিয়া বেগম সাংবাদিকদের বলেন, আমার ছেলের সাথে একটা মেয়ের সম্পর্ক আছে এমন কথার জের ধরে শুক্রবার আনুমানিক রাত ১০টায় এক সন্ত্রাসী বাহিনীর ১৫/২০ জন দেশীয় অস্থ সহ আমার বাড়িতে এসে এলোপাথাড়ি ভাঙচুর এবং কোপ শুরু করে দেয়।
তার পরপরই বাহিরের লাইট অফ করে দেয়, যার কারণে সকলকে চিনতে পারিনি। প্রাণভয়ে আমরা সকলে কোন রকমে বাড়ি ছেড়ে পালিয়ে যাই। তারা আমাদের ঘর বাড়ি তছনছ করে আমার স্বামীর ভ্যান কেনার জন্য সমিতি থেকে তোলা ৩০ হাজার টাকা লুট করে নিয়ে,যায়। নানারকম হুমকি ধামকি দিয়ে চলে যায়।
পরে এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য তারা উলশীর নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলামের কাছে যায়। পরে চেয়ারম্যান আমার স্বামীর নাম্বারে কয়েকবার কল দিয়ে দেখা করতে বলে এবং উক্ত ঘটনা মীমাংসা করে দেওয়ার আশ্বাস দেন। দুইদিন পর চেয়ারম্যানের কাছে গেলে তিনি ২ পক্ষকে সামনে নিয়ে আমাদের তিন হাজার টাকা ক্ষতিপূরণ দিয়ে বিষয়টা মিটে যেতে বলে।
আমরা আমাদের ৩০ হাজার টাকার দাবী করলে তিনি সে কথায় কোন কর্ণপাত করেন না। আমরা অতি গরীব এবং সাধারণ মানুষ হওয়ায় মুখ বুঝে চলে আসি। আমি আমার পরিবারের উপর ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার এবং আমার পরিবারের শেষ সম্বল ভ্যান কেনার ৩০ হাজার টাকা ফেরত সহ সুষ্ঠ বিচার দাবি করছি।