1. admin@dailyshadhinbarta.com : দৈনিক স্বাধীন বার্তা : দৈনিক স্বাধীন বার্তা
সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিরাপদ ও বসবাস যোগ্য ঢাকা গড়তে সুনির্দিষ্ট পরিকল্পনা দরকার ঘুষ ও চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, স্বরাষ্ট্রমন্ত্রী দিনাজপুরে ২১০ রাউন্ড গুলিসহ ১৭টি আগেন অস্ত্র জমা দেওয়া হয়েছে সকল কর্মস্থল থেকে ভারতীয় নাগরিকদের প্রত্যাহারের দাবি জবিতে শত, সাহসি ও যোগ্য ভিসি চান শিক্ষরা ভার‌তে মুখ‌্যমন্ত্রীর সমুচা খে‌য়ে ফেলা নি‌য়ে লঙ্কাকান্ড: তদন্ত গি‌য়ে গড়া‌লো সিআইডি পর্যন্ত কমলনগর প্রেসক্লাব সাধারণ সম্পাদকসহ ১১ সদস্যের অনাস্থা: আহবায়ক কমিটি গঠন রাঙাবালি উপজেলায় বিএনপির জনসভা অনুষ্ঠিত রামগতিতে ইউপি সদস্যের দোকানঘর দখলের চেষ্টা, ৬ নারী আহত ট্রাক চাপায় প্রাণ গেল কিশোরের কমলা চাষে যুবকের ভাগ্য বদল হাত বাড়ালেই মিলছে মাদক গণতন্ত্র ফিরিয়ে আনাই বিএনপির মূল লক্ষ্য: তারেক রহমান যশোরে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে শংকিত জামায়াত দেশনেত্রীর উন্নত চিকিৎসা নিতে বিদেশ যাত্রা পেছালো

শার্শার  জীরনগাছায় এক সন্ত্রাসী বাহিনীর উপর হামলার অভিযোগ উঠেছে

মোঃ মারুফ হোসেন, (যশোর) জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
যশোরের শার্শা উপজেলার উলশী ইউনিয়ানের ৩নং ওয়ার্ড জীরনগাছা গ্রামের পূর্বপাড়ার দিনমজুর আব্দুল মান্নান ও সাফিয়া দম্পতি পরিবারের উপর এক সন্ত্রাসী বাহিনী কর্তৃক সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, মান্নান ও সাফিয়া বেগমের বাড়িতে হামলা এবং রামদায়ের কোপের আলামত লক্ষ্য করা যায়। হামলার বিষয়ে সাফিয়া বেগম সাংবাদিকদের বলেন, আমার ছেলের সাথে একটা মেয়ের সম্পর্ক আছে এমন কথার জের ধরে শুক্রবার আনুমানিক রাত ১০টায় এক সন্ত্রাসী বাহিনীর  ১৫/২০ জন দেশীয় অস্থ সহ আমার বাড়িতে এসে এলোপাথাড়ি ভাঙচুর এবং কোপ শুরু করে দেয়।

তার পরপরই বাহিরের লাইট অফ করে দেয়, যার কারণে সকলকে চিনতে পারিনি। প্রাণভয়ে আমরা সকলে কোন রকমে বাড়ি ছেড়ে পালিয়ে যাই। তারা আমাদের ঘর বাড়ি তছনছ করে আমার স্বামীর ভ্যান কেনার জন্য সমিতি থেকে তোলা ৩০ হাজার টাকা লুট করে নিয়ে,যায়। নানারকম হুমকি ধামকি দিয়ে চলে যায়।

পরে এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য তারা উলশীর নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলামের কাছে যায়। পরে চেয়ারম্যান আমার স্বামীর নাম্বারে কয়েকবার কল দিয়ে দেখা করতে বলে এবং উক্ত ঘটনা মীমাংসা করে দেওয়ার আশ্বাস দেন। দুইদিন পর চেয়ারম্যানের কাছে গেলে তিনি ২ পক্ষকে সামনে নিয়ে আমাদের তিন হাজার টাকা ক্ষতিপূরণ দিয়ে বিষয়টা মিটে যেতে বলে।

আমরা আমাদের ৩০ হাজার টাকার দাবী করলে তিনি সে কথায় কোন কর্ণপাত করেন না। আমরা অতি গরীব এবং সাধারণ মানুষ হওয়ায় মুখ বুঝে চলে আসি। আমি আমার পরিবারের উপর ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার এবং আমার পরিবারের শেষ সম্বল ভ্যান কেনার ৩০ হাজার টাকা ফেরত সহ সুষ্ঠ বিচার দাবি করছি।

এ বিষয়ে উলশী ইউনিয়ানের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, আসলে আপনারা যে সন্ত্রাসী হামালার কথা বলছেন আমরা তেমন কোন অভিযোগ পায়নি। এই ফ্যামেলীর আমরা যে বিচারটি করেছি সেটা একটি মেয়ে ঘটিত অভিযোগ ছিলো, তাদের ছেলের বিরুদ্ধে। তবে তাদের পরিবারের উপর যে হামলার ঘটনা ঘটেছে সেটা ঐ মেয়ের পরিবার করেছে বলে আমরা জেনেছি এবং সেকারণে ঐ পরিবারকে ৩ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়েছি।
তবে তাদের বাসা থেকে ৩০ হাজার টাকা হারানোর কোন অভিযোগ তারা করেনি। এ বিচারটা আমার বাসায় মূলত করেছে থানা কৃষকলীগের সেক্রেটারি গগণ, আমি তার পাশেই ছিলাম। তিনিও সাক্ষী আছেন, প্রয়োজনে তার কাছেও জানতে পারেন।
সর্বশেষ ১লা ফেব্রুয়ারি মঙ্গলবার শার্শা থানায় উপস্থিত হয়ে সাফিয়া বেগম বাদী হয়ে একটা অভিযোগ দায়ের করেছেন। থানায় দায়িত্বরত এএসআই মাসুম অভিযোগের বিষয়ে বলেন, এ মর্মে আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2020-2022 Daily Shadhin Barta