মোঃ সাহাবুল ইসলাম, সাঘাটা উপজেলা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলা বাসীর নয়নের মণি, বিশিষ্ট সমাজ সেবক, যিনি ইতি মধ্যে গরীবের হাতেম তাই নামে সু-পরিচিত হয়ে উঠেছেন। সেই জনদরদী সাঘাটা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ নাসিরুল ইসলাম স্বপন ভাই, সাঘাটা উপজেলা বাসি সহ বাংলাদেশের প্রত্যেক জেলার জনগনকে পবিত্র ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়েছেন।
এই করোনার মহামারীর মধ্যেও যিনি একটি দিন ও ঘরে বসে থাকেননি, আজ দুই মাস যাবত সাধারণ জনগনকে বিভিন্ন ভাবে ত্রান সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে জনসাধারণের খুব কাছে গিয়ে তাদের প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে ত্রান বিতরণ কার্যক্রম চলমান রেখেছেন।

কিছুদিন আগেও মাননীয় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার অর্থায়নেও তার অঞ্চলে জনগণের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছেন। শুধু মাত্র সরকার বা বিভিন্ন মহল থেকে আসা ত্রানের উপরেই নির্ভর করে নয়, নিজ অর্থায়নেও এই সমাজ সেবক গরীবের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছেন প্রতিনিয়ত। এজন্যই তাকে গরীবের হাতেম তাই নামে আখ্যায়িত করেছেন এলাকাবাসী।
কেন এই জনসেবা তার উদ্দেশ্য কি জানতে চাইলে তিনি স্বাধীন বার্তা প্রতিনিধিকে বলেন, সেই ছোট বেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শকে বুকে নিয়ে বড় হয়েছি। আমি জানি, আমি তার মত এত বড় আর মহান নেতা হতে পারবো না কিন্তু তার দেখানো পথে চলতে চেষ্টা করি। কিভাবে মানুষের খুব কাছে গিয়ে মানুষকে সেবা দিতে হয় আমি সেটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে শিখেছি।
আজ বাংলাদেশের যে সংকটময় পরিষ্থিতির সৃষ্টি হয়েছে, আজ আমরা যারা জনপ্রতিনিধি আছি তারা যদি এই অসহায় আর হতদরিদ্র মানুষের পাশে না দাড়াই তবে কারা দাড়াবে। আজ মাননীয় প্রধানমন্ত্রীর একটা কথা বার বার মনে পড়ে যায়, তিনি তার নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেছিলেন যেভাবে জনগণের ঘরে গিয়ে গিয়ে ভোট চেয়েছিলেন ঠিক সেই ভাবে এখন জনগণের ঘরে গিয়ে গিয়ে খাদ্য পৌছে দিন।

মাননীয় প্রধানমন্ত্রীর এই কথাটি আমি যেদিন থেকে শুনেছি সেদিন থেকেই নিজের আরাম আয়েশ বিসর্জন দিয়ে জনগণের কাছে গিয়ে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। যতদিন এই পরিস্তিতি স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত এই ত্রান সামগ্রী বিতরণ চলমান থাকবে। আমি আমার এলাকার সর্বসাধারনকে বলে দিয়েছি আপনাদের যে কোন প্রয়োজনে সরাসরি আমাকে ফোন করবেন আমি আপনাদের পরিচয় গোপন রেখে আপনাদের বাড়িতে ত্রান সামগ্রী পৌছে দিবো।