মোঃ জুয়েল রানা,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধিঃ চাঁদপুরের কচুয়ায় সামাজিক দুরুত্ব ও সুরক্ষা নিশ্চিত করতে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়েছে। ২৭ এপ্রিল সোমবার কচুয়ার পৌর বাজার ও আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়।
এ সময় সেনাবাহিনী মাইকিং করে জনগনকে জরুরী প্রয়োজন ব্যাতিত ঘর থেকে বাহিরে না আসার আহবান জানান। ব্যাবসায়ীদেরকে সামাজিক দুরুত্ব বজায় রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য নির্ধারিত দামে বিক্রয় করার কথা বলেন।
এ সময় জরুরী প্রয়োজন ব্যতিত সকল প্রকার অটো এবং সিএনজি চলাচল বন্ধ রয়েছে । ফলে রাস্তা ঘাঠ ছিল ফাঁকা ।শুধু কাঁচা বাজার ও ঔষধের দোকান,হাসপাতাল এবং জরুরী সেবা সমূহ চালু রয়েছে ।
তাছাড়া কচুয়া থানার অফিসার ইনচার্জ ওয়ালী উল্লাহর নির্দেশনায় পুলিশের নেতৃত্বে পৌর বাজারের প্রধান সড়কের পাশাপশি ভিতরের গলিতে দোকান খোলা রেখে চা বিক্রি না করার জন্যে ছোট ব্যবসায়দের হুশিয়ারী করে দেওয়া হয়।