করোনা মহামারির কারণে সরকারের নির্দেশনায় নতুন করে স্কুল কলেজ বন্ধের পর আবার পহেলা মার্চ থেকে সীমিত পরিসরে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। বিশেষ সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হবে। করোনার সংকট কিছুটা কম থাকায় স্বাস্থ্যমন্ত্রনালয় এই সিদ্ধান্ত নিয়েছেন।
তবে প্রতিদিনই সব শ্রেনির ক্লাস হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন দিনে বিভিন্ন শ্রেনির সীমিত সংখ্যক ক্লাস নেওয়া হবে। এবং আগামী ২২শে মার্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষনা দিয়েছেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর থেকে জানানো হয়েছে।