 
																
								
                                    
									
                                 
							
							 
                    আরিফুল ইসলাম ( মিটুল ), ঝিনাইদাহ জেলা প্রতিনিধি: করোনার প্রভাবে সারাদেশের ন্যায় বিপাকে পড়েছেন ঝিনাইদহের নিম্ন আয়ের মানুষগুলো। বাইরে বের হতে না পারায় কর্মহীন হয়ে পড়েছে তারা। দিন আনা দিন খাওয়া মানুষগুলোর পাশে দাড়িয়ে নিরন্তর কাজ করে যাচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও দানশীল ব্যক্তিবর্গসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন ইউনিট।
গত কয়েকদিন ধরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার,কাশিপুর,দুলাল মুন্দিয়া,চাপরাইল বাজার,তত্বিপুর বাজার,ভিটেখোলা বাজার,কচাতলা বাজার,দীঘার পাড়া বাজারসহ বিভিন্ন স্থানে এলাকায় বসবাসরত অসহায় ও অবহেলিত জনগোষ্ঠী বেদে সম্প্রদায় এর মধ্যে ঝিনাইদহ জেলা পুলিশ এর পক্ষে কালীগঞ্জ থানা পুলিশ এবং উপজেলা প্রশাসন কমিউনিটি পুলিশিং ফোরাম কালিগঞ্জ এর সহায়তায় ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুবর্না রানী সাহা, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহফুজুর রহমান ও উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক ইমদাদুল হক সোহাগ । সামাজিক দূরত্ব বজায় রেখে এ কর্মকান্ড পরিচালিত হয়।