বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলেছেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন, ততটুকু সংস্কার করুন। সংস্কার শেষে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিন। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে টাউন হল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘অনেকে ভুল বুঝছেন যে জামায়াতে ইসলাম নির্বাচন চায় না বলে অপপ্রচার চালাচ্ছেন, আমরা এ কথা বলিনি। রাষ্ট্রের সব কিছুই সংস্কার করতে হবে, তা আমরা বলিনি। আমরা অন্তর্বর্তী সরকারকে বলেছি, নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন, ততটুকু সংস্কার করুন।’
শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি আরও বলেন, যেখানকার মাল সেখানে বসে ষড়ষন্ত্রের গুটি চালাচ্ছে। ৩০০ আসনের এমপি সবাই এখন পলাতক, পালাও কেন, পালায় কারা? যারা চোর, ডাকাত, দুর্নীতিবাজ, খুনি, ধর্ষণকারীরা পালায়।
জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার আমির অধ্যাপক মাওলানা মুহিবুল্লাহ হারুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযাম হোসাইন হেলাল, বরিশাল মহানগরের আমির অধ্যক্ষ জহির উদ্দিন বাবর, কেন্দ্রীয় মজলিসের সদস্য ও বরিশাল অঞ্চলের টিম সদস্য এ কে এম ফখরুদ্দিন খান বারী, ঢাকা দক্ষিণ মহানগরের সদস্য ডা. সুলতান আহমেদ।