কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মনোনীত হয়েছেন পরশুরামের কৃতি সন্তান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ছিলেন পরশুরাম উপজেলার ৩ নং চিথলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও পরশুরাম উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম মাহমুদ আফেন্দীর একমাত্র সন্তান। ছাত্র জীবন থেকে বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।
আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ছাত্র জীবনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ভিপি ছিলেন। এছাড়া কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্বে ছিলেন বেশ কয়েক বছর। বিগত বেশ কয়েক বছর কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতির দায়িত্বেও ছিলেন। বর্তমানে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মনোনীত হয়েছেন।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ৫ সদস্য আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে গতকাল ২ ফেব্রুয়ারি রবিবার। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক মনোনীত হয়েছেন জাকারিয়া তাহের সুমন। ১ নং যুগ্ন আহবায়ক মনোনীত হয়েছেন সৈয়দ জাহাঙ্গীর আলম। এছাড়া যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন আমিরুজ্জামান আমির। সদস্য মনোনীত হয়েছেন হাজী আমিনুর রশিদ ইয়াসিন। কমিটি ঘোষণা হওয়ার পর গতকাল রাতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করেন ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন ও সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।