আজ সোমবার ৩ ফেব্রুয়ারি ফেনী এসেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় আমির ডাঃ শফিকুর রহমান। জামায়াত ইসলামীর এই আমিরের আগমনে শহরে স্বাগত মিছিল করেছে জামায়াত ইসলামী ফেনী শহর শাখা। গতকাল রোববার ২ ফেব্রুয়ারি রাতে ফেনী শহরের কেন্দ্রীয় বড় মসজিদ প্রাঙ্গন থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়েছে।
উক্ত মিছিলটি ট্রাংক রোড খেজুর চত্বর হয়ে জহিরিয়া মসজিদের পাশ দিয়ে ঘুরে শহীদ মিনার প্রাঙ্গনে এসে শেষ হয়েছে। উক্ত মিছিলে ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, সেক্রেটারি আব্দুর রহিম, প্রচার সেক্রেটারি আনম আব্দুর রহিম, শহর জামায়াতের আমির ও জেলা জামায়াতের আমির সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা জামায়াত ইসলামী সূত্র জানিয়েছেন, ডাক্তার শফিকুর রহমান সকাল ৯টায় পরশুরাম সফর গিয়েছেন ও সেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া বল্লা মুখার বাঁধ পরিদর্শন করেছেন। এছাড়া সেখানে জনসাধারণের সাথে দেখা-সাক্ষাৎ করেছেন। এছাড়া জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া ইশতিয়াক আহমেদ শ্রাবণ এর কবর ও জিয়ারত করেছেন তিনি। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া নির্মিত নতুন ঘর উদ্বোধন করেছেন ফেনীতে।
এছাড়া ফেনীর ঐতিহ্যবাহী কমিউনিটি সেন্টার গ্র্যান্ড সুলতান হল কনভেনশনে জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের সাথে মতবিনিময় করেছেন। মিছিল শেষ হওয়ার পর ফেনী শহরের শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে বক্তব্যে কেন্দ্রীয় জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান বলেন, ফেনী শহরে কোন ধরনের চাঁদাবাজি যাতে না হয় সেদিকে জামায়াত এর উচ্চ পর্যায়ের নেতা সহ সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে। জুলাই অভ্যুত্থান যাতে বৃথা না যায় সেদিকে লক্ষ্য রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে কাজ করতে হবে। অন্যথায় শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে।