হত দরিদ্র অসহায় ইমা পরিবারের স্বপ্ন পূরণে দুহাত বাড়িয়ে দিলেন বাংলাদেশ জাতীয় তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মেডিকেল কলেজে ভর্তি থেকে শুরু করে তার বই সামগ্রীসহ সকল ধরনের আর্থিক সহযোগীতার আশ্বাস প্রদানের প্রাথমিক কার্যক্রম হিসেবে ইমা ও তার পিতার হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়েছে। আর্থিক সহযোগীতা হিসেবে তারেক রহমানের উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন মেডিকেল শিক্ষার্থী ইমা ও তার পিতা বিল্লাল শেখ।
সোমবার দুপুর দুইটায় তারেক রহমানের দিকনির্দেশনা মোতাবেক নগদ অর্থ তুলে দেন ইমার হাতে বাংলাদেশ জাতীয় তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মিত্র। এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পলাশ।
স্থানীয় ছাত্রদলের আহবায়ক সানজিদ ফেরদৌস নিশু, পৌর ছাত্র দলের আহবায়ক আবির হাসানসহ সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
ইমার পিতা শেখ বিল্লাল বলেন, কষ্ট করে মেয়েকে লেখা পড়া করিয়ে পর্যন্ত এনেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে আজ আমার পরিবারের পাশে দাড়াতে ছাত্রদল নেতাকে কুড়ে ঘরে পাঠিয়েছেন আমরা চীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ইমা আবেগ আপ্লুত কন্ঠে প্রতিধ্বনিত হয়ে বলেন, মেডিকেল কলেজে ভর্তি হতে যখন আমার অনিশ্চিতায় ঠিক সেই সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার নিয়ে জীবনের নতুন অধ্যায় মেডিকেল কলেজে ভর্তি হতে পারছি একদিকে আনন্দের বিপরীতে অনেক বড় পাওয়া বলে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
বাংলাদেশ জাতীয় তাবাদী দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মিত্র বলেন, বিএনপির আগামী দিনের তারুণ্যের প্রতীক তারেক রহমানের দিকনির্দেশনায় আমরা আজ ইমা পরিবারের হাতে তারেক রহমানের উপহার পৌঁছে দিচ্ছি। ইনশাআল্লাহ একজন চিকিৎসক হয়ে বেড়িয়ে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত ইমা পরিবারের সাথে থাকবে বাংলাদেশ জাতীয় তাবাদী শক্তির দল ছাত্রদল।