ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ৩ ফেব্রুয়ারি বিকেলে ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নে কৃষক দলের আয়োজনে রেলওয়ে চত্বরে কৃষক সমাবেশের আয়োজন করে মুন্সীরহাট ও দরবারপুর ইউনিয়ন কৃষক দল।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা কৃষক দলের সভাপতি জসিম উদ্দীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপনারা যদি আগামী নির্বাচনের মাধ্যমে দেশ গড়ার দায়িত্ব দেন, তবে আমরা কৃষি বান্ধব সরকার গঠন করতে সক্ষম হব। কৃষি খাত ও কৃষকের উন্নয়নে যা যা করা দরকার তা তা করবে বিএনপি সরকার।
মুন্সিরহাট ইউনিয়নে কৃষক দল নেতা এছাক ভূঞার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ইসমাইল হোসেন ভূঁঞার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে উক্ত সমাবেশ। উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সামসুদ্দিন খোকন, ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়া, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাষ্টার আবুল কালাম, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি আবু ইউসুফ মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহমেদ ভূঁইয়া ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ইউসুফ।