ফেনীর ফুলগাজী উপজেলায় বাংলাদেশ জামায়াত ইসলামী ও ছাত্রদল নেতার ফেস্টুন ছেঁড়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার তুমুল ঝড় উঠেছে। গতকাল ৩ ফেব্রুয়ারি সোমবার দুপুরের দিকে এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গতকাল ৩ ফেব্রুয়ারি সোমবার সকালে ২৪ এর বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীর পরশুরামের আলোচিত বল্লামুখার বাঁধ পরিদর্শনে আসেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান। এই সময়ে আমিরকে স্বাগত জানাতে ফুলগাজী উপজেলা জামায়াতের পক্ষ থেকে ফেনী-বিলোনিয়া সড়কের ফুলগাজী অংশের রাস্তার দু’ধারে ফেস্টুন লাগানো হয়েছে। সোমবার দুপুরে ফুলগাজী সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বিজয়পুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে জামায়াত ইসলামীর ফেস্টুন গুলা ছেঁড়া পাওয়া গিয়েছে।
অপরদিকে একই স্থানে ফুলগাজী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ইউসুফ এর ছবি সম্মিলিত একটি ফেস্টুন ছিড়ে ফেলে দিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর একটি ফেস্টুন গাছে লাগিয়ে দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জামায়াত সমর্থিত ব্যক্তি অভিযোগ করে বলেছেন, উপজেলা ছাত্রদলের সক্রিয় কর্মী রাকিব ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় জামায়াত এর আমিরের আগমন উপলক্ষে টাঙ্গানো ফেস্টুন গুলো ছিড়ে ফেলেছে ও অকথ্য ভাষায় বেশ গালিগালাজ করেছে।
অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ইউসুফ জানিয়েছেন, ফেস্টুন ছেঁড়ার বিষয়ে আমি বেশ অবগত আছি। আজ সকালে আমার এক ছাত্রদল কর্মী আমাকে বিষয়টি জানায়। পরবর্তীতে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় সমালোচনা শুরু হয়েছে। এত বড় জায়গা থাকা সত্ত্বেও আমার ফেস্টুন ফেলে দিয়ে তারা কেন তাদের ফেস্টুন লাগিয়েছে তা আমার এখনো বুঝে আসেনা।
উপজেলা জামায়াত ইসলামীর আমির জামাল উদ্দিন চৌধুরী জানিয়েছেন, ফেস্টুন ছেঁড়ার বিষয়ে আমি অবগত হয়েছি। আমরা প্রায় ৩০০ টা জায়গায় ফেস্টুন লাগিয়েছি গত দুই দিন। কিন্তু তখন এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। বর্তমানে একটি দল বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এসব কাজ করে যাচ্ছে। তবে আমাদের দলের কোন লোক এমন ঘৃণিত কাজের সাথে জড়িত নয়।