আজ দীর্ঘ ১৭ বছর পর ফেনীর সোনাগাজীতে বড় সমাবেশ আয়োজন করতে যাচ্ছে বিএনপি। আজ ৫ ফেব্রুয়ারি বুধবার সোনাগাজী পৌর শহরের সাবের মোহাম্মদ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশের আয়োজন করবে দলটি। সমাবেশটি কে কেন্দ্র করে গত ৩ দিন ধরে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা, মিছিল মিটিং ও স্লোগানে মুখরিত ছিল পুরো উপজেলা।
স্থানীয় নেতা কর্মীরা জানিয়েছেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের ফলে এখন স্বাধীনভাবে উৎসব মুখর পরিবেশে দলীয় সভা সমাবেশ করা যাচ্ছে। দীর্ঘ ১৭ বছর পর কেন্দ্রীয় পর্যায়ের ও বিভাগীয় পর্যায়ের নেতাদের পদচারণায় সোনাগাজীর রাজনৈতিক অঙ্গনে এক প্রাণের সঞ্চার ফিরে এসেছে।
দলীয় সূত্র আরো জানিয়েছে, ৯ বছর আগে বাংলাদেশ রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব) এর বিচার বহির্ভূত হত্যাকান্ডে সমাবেশ চলাকালীন উপজেলার চরচান্দিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মাসুদ এর পরিবারকে নতুন বাড়ির চাবি হস্তান্তর ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত ফেনী, নোয়াখালী ও লক্ষীপুরের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করবে “আমরা বিএনপি পরিবারের” একটি প্রতিনিধি দল।
উক্ত অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া আরো উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ন মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি ও কোষ্যদক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতসহ “আমরা বিএনপি পরিবার” এর উপদেষ্টা, সদস্য সচিব ও অন্যান্য সদস্যবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন “আমরা বিএনপি পরিবার” এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। উক্ত সমাবেশে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সম্পাদকসহ ফেনী, নোয়াখালী লক্ষীপুরের অন্যান্য বিএনপি নেতারা ও উপস্থিত থাকবেন।