ফেনী জেলার দাগনভুঞায় বিএনপি ও ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে আজ দুপুরে। সেই সংঘর্ষে আহত হয়েছে ১০ জন। আজ ৯ ফেব্রুয়ারি রোববার দুপুরে দাগনভূঞা পৌর শহরের আতাতুর্ক উচ্চ বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে এই ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানিয়েছেন, আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দুপুর ১২ টায় বিএনপি নেতা আকবর হোসেন গ্রুপের সাথে ছাত্রদল নেতা ফটিকের গ্রুপের সংঘর্ষ বাঁধে। এই সময় অন্তত ১০ জন আহত হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে এসে পৌঁছেছে।
সংঘর্ষ চলাকালীন সময় ফেনী-নোয়াখালী মহাসড়কে প্রায় ঘন্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। পুলিশ সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ফলে এখন স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। দাগনভূঞা থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলী জানিয়েছেন, রাজনৈতিক আধিপত্য বিস্তার করার লক্ষ্যে বিএনপি’র আকবর ও ফটিক গ্রুপের সাথে সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের সঙ্গে সেনা সদস্যরা কাজ করছে। আহতরা এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে। তবে এই ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।