ফেনী শহরের বিরিঞ্চিতে ইউসুফ বাবলু স্মৃতি সংসদের আয়োজনে “বিরিঞ্চি ইউসুফ বাবলু স্মৃতি টি টেন শর্ট ক্রিকেট টুর্নামেন্ট” এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১০ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় কমিটির সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ।
বিরিঞ্চি ইউসুফ বাবুল স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতান দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক বিরিঞ্চি ইউসুফ বাবুল স্মৃতি সংসদের উপদেষ্টা ইউসুফ করিম ভুইয়া ও ফেনী জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নাসির ইমাম ভুট্টুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌর বিএনপি’র সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক খুরশিদ আলম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক বেলাল হোসেন ভিপি বেলাল, সদর উপজেলা শ্রমিক দল সভাপতি মোকছেদুল আলম টিপু ও পৌর কৃষক দলের আহ্বায়ক খুরশীদ আলম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ফেনী পৌর ১১ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক নবী চৌধুরী, ১০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজুল্লাহ স্বপন, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম সোহাগ ও ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েলসহ প্রমুখ। ফেব্রুয়ারি মাসের ৬ তারিখে বৃহস্পতিবার ১৬টি দল নিয়ে টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।
উদ্বোধনী ম্যাচে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক নিজাম উদ্দিন সোহাগ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুজিবুর রহমান ও যুগ্ন আহবায়ক সুরুজ্জামান চান।
ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন শেখ ব্রাদার্স ও রানার্সআপ হয়েছে বঙ্গোজ। চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ ১৫০০০ টাকা প্রাইজ মানি দেয়া হয়েছে। এছাড়া রানার্সআপ দলকে ট্রফি ও ৮ হাজার টাকা প্রাইজ মানি দেয়া হয়েছে। ম্যান অব দা টুর্নামেন্ট কে প্রদান করা হয়েছে ক্রেস্ট ও ২০০০ টাকা প্রাইজ মানি।