ফেনী জেলা যুবদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর এবার ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে শুরু হয়েছে আলোচনা। কিছুদিন আগে ফেনী জেলা যুবদলের পূর্ণাঙ্গ আংশিক কমিটিতে ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন যুগ্ন আহবায়ক হিসেবে কমিটির স্থান পাওয়ায় এই আলোচনা তীব্র হয়ে উঠেছে। ইতিমধ্যে ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক পদ পেতে পদ প্রত্যাশীদের মধ্যে শুরু হয়েছে এক ধরনের তোরজোর।
সংগঠন সূত্র জানিয়েছে, ২০১৮ সালের ১৬ জুলাই সর্বশেষ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে পদ দেয়া হয়েছে মোট ৩৯৬ জনকে। তৎকালীন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান অনুমোদিত এই কমিটিতে সালাউদ্দিন মামুনকে সভাপতি ও মোরশেদ আলম মিলনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
ইতিমধ্যে মামুন মোর্শেদ ছাড়াও সুপার ফাইভে থাকা সিনিয়র সহ সভাপতি ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ বিয়ে করে সংসারী হয়েছেন। অন্য নেতাদের মধ্যে সহ-সভাপতি নিজাম উদ্দিন সোহাগ বর্তমানে পৌর যুবদলের সদস্য সচিব, নাসির উদ্দিন মানিক সদস্য, আবুল খায়ের লিটন পরশুরাম উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক, আবু জাফর চৌধুরী ও রেজাউল করিম চৌধুরী ছাগলনাইয়া উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক। আব্বাস পাটোয়ারী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর দায়িত্বে আছেন বর্তমানে।
এছাড়াও ফেনী জেলা ছাত্রদলের সহ প্রচার সম্পাদক রকিবুল হাসান রনি বিবাহিত ও প্রচার সম্পাদক করিমুল হক সুমন ফ্রান্সে পাড়ি দিয়েছেন। সংগঠনের অপর সূত্র জানায়, নতুন কমিটির শীর্ষ পদে এখনো সিভি আহবান করা না হলেও সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক শওকত আলী জুয়েল পাটোয়ারী, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমন, গণশিক্ষা সম্পাদক জাবেদ হোসেন, সদর উপজেলার আহ্বায়ক দেলোয়ার হোসেন ও সদস্য সচিব নজরুল ইসলাম আলোচনায় রয়েছেন।
জেলা ছাত্রদলের একাধিক নেতা জানান, দীর্ঘ কয়েক বছর ধরে ক্যাম্পাস ভিত্তিক ছাত্রদল নেতারা ঠিকমতো রাজনীতি করতে পারেননি। নতুনদের নিয়মিত ছাত্রদলের রাজনীতিতে কাছে টানতে কমিটি দেওয়ার সম্ভাবনা বেশি। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন জানান, সম্প্রতি যুবদলের পূর্ণাঙ্গ আংশিক কমিটি হওয়ার কারণে এবার ছাত্রদলের কমিটি নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। এছাড়া ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির জানিয়েছেন, ফেনী জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন নিয়ে কাজ চলছে। সাংগঠনিক টিমের মাধ্যমে তৃণমূল থেকে কাজ শুরু হচ্ছে। খুব শীঘ্রই সাহসী, ত্যাগী ও পরিচ্ছন্ন নেতাকর্মীদের নিয়ে কেন্দ্র থেকে শীঘ্রই নতুন কমিটি দেয়া হবে।