৪ দফা দাবিতে ফেনীতে সমাবেশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল “বিএনপির” নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যথাযথ উন্নতি, দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও পতিত ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবিতে এই জনসভার আয়োজন করা হয়েছে বলে জানা যায়।
আজ ১৬ ফেব্রুয়ারি রোববার দুপুর ২টা থেকে শুরু হচ্ছে ফেনী শহরের মিজান ময়দানে আয়োজিত এই জনসভা। উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ।
অপরদিকে উক্ত জনসভা কে কেন্দ্র করে জেলার তৃণমূল নেতা কর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। কর্মসূচি বাস্তবায়ন ও সর্বস্তরের নেতা কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে কয়েকদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন দলীয় নেতা কর্মীরা।
এছাড়া শান্তিপূর্ণভাবে জনসভা নিশ্চিত করতে শৃঙ্খলায় ব্যাপক গুরুত্ব দিচ্ছেন জেলার বিএনপি নেতারা। দলীয় সূত্র জানিয়েছেন, জনসভায় আসা পরিবহনের শৃঙ্খলা রক্ষায় নির্দিষ্ট স্থানে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া থেকে আসা সকল পরিবহন জি এ একাডেমী বিদ্যালয় মাঠে অবস্থান করবে। সোনাগাজী উপজেলা ও ফেনী সদরের দক্ষিণ দিক থেকে আসা পরিবহন গুলো দাউদপুর ব্রিজের দক্ষিণ পাশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অবস্থান করবে।
দাগনভূঞা উপজেলা ও সদরের পশ্চিম দিক থেকে আসা পরিবহন গুলো শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের ওয়াপদা মাঠে অবস্থান করবে। এছাড়া ফেনী সদর উপজেলার উত্তরাঞ্চলের পরিবহন গুলো জেলা প্রশাসকের কার্যালয়ের উত্তরের সড়কে উপজেলা অবস্থান করবে। এছাড়া জনসভা চলাকালীন সময়ে মিজান রোডে এম্বুলেন্স ও ফায়ার সার্ভিস ব্যতীত অন্য কোন গাড়ি প্রবেশ করতে পারবে না।
ফেনী জেলা বিএনপি’র আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে আয়োজিত জনসভায় কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন অঞ্চলের নেতাকর্মী উপস্থিত থাকার বিষয়টি জানিয়েছেন। জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন জানিয়েছেন, জনসভায় অংশগ্রহণকারীদের অবশ্যই শৃঙ্খলা বজায় রাখতে হবে। বিষয়টির উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়েছে। এছাড়া কোন প্রকার ফেস্টুন ব্যানার যাতে না টাঙ্গানো হয় এ বিষয়ে কেন্দ্রীয় নির্দেশনা রয়েছে।