ফেনীর ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নে জিএমহাট একাদশ আয়োজিত টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল ১৫ ফেব্রুয়ারি শনিবার বিকেলে জিএমহাট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা যুবদলের আহ্বায়ক ও খেলা পরিচালনাকারী কমিটির সভাপতি ফরিদ আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বকশি সাহা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি গোলাপ চৌধুরী। টুর্নামেন্টের উদ্বোধন করেছেন ফুলগাজী উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম স্বপন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়া, সিনিয়র যুগ্ন আহবায়ক গোলাম রসূল মজুমদার, যুগ্ন আহবায়ক শহিদুল্লাহ মজুমদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক নুরুল হুদা শাহীন, যুগ্ন আহবায়ক ইসমাইল হোসেন টিপু, জিএমহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন পাটোয়ারী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন প্রত্যাশা ক্লাব বনাম বায়ানপুকুর ক্লাব। খেলায় ৪১ রানের ব্যবধানে প্রত্যাশা ক্লাবকে হারিয়ে বায়ানপুকুর ক্লাব বিজয় হয়েছেন।