বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ১৮ ফেব্রুয়ারি যশোর আসবেন। তাঁর আগমনকে ঘিরে প্রিয় নেতাকে অভিনন্দন ও সুস্বাগতম জানাতে মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।
শনিবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত এ প্রস্তুতি সভায় উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন সভাপতিত্ব করেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন খোকন।
মণিরামপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য মোহাম্মাদ মুসা, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মফিজুর রহমান মফিজঅ
আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি এড. মকবুল হোসেন, অ্যাডভোকেট মুজিবুর রহমান, উপজেলা যুবদলের আহব্বায়ক মোঃ মোতাহিরুল ইসলাম রিয়াদ, সদস্য সচিব শাহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহব্বায়ক মোঃ মুক্তার হোসেন, যুগ্ম-আহব্বায়ক আয়ুব আলী, যুগ্ম-আহব্বায়ক মাসুদ পারভেজ রুবেল, পৌর যুবদলের আহব্বায়ক মোঃ আব্বাস আলী, যুগ্ম-আহব্বায়ক বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মোঃ অলিয়ার রহমান, পৌর ছাত্রদলের আহব্বায়ক মোঃ কামরুজ্জামান, ছাত্র নেতা সজীব হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপির এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।