মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পরশুরাম উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও পুস্পস্তবক অর্পণ করেন পরশুরাম পৌরসভার সাবেক মেয়র ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান। এছাড়া পরশুরাম থানার ওসি মোঃ নুরুল হাকিম ও পরশুরাম উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি কামাল উদ্দিন সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
পরশুরামের বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক ও ৩ নং চিথলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম মানিক, সদস্য সচিব ও বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল মনি, পরশুরাম উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল আলিম মাকসুদ, পরশুরাম উপজেলা যুবদলের আহ্বায়ক শামছুল আলম শাকিল, পরশুরাম উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আবুল খায়ের লিটন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম, পরশুরাম পৌর বিএনপির আহবায়ক কাজী ইউসুফ মাহফুজ, যুগ্ম আহ্বায়ক রাজন ভূঁইয়া, পরশুরাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন পাপরুল, ফেনী জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মোঃ মনির সম্রাট, ফেনী জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আবু তালেব রিপন, পরশুরাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদ আলম মিলন ও অনন্য নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন করার সময় আবু তালেব জানিয়েছেন, একুশ আমাদের অহংকার। প্রত্যেক দেশপ্রেমিক দের উচিত দিনটিতে গভীর শ্রদ্ধার সাথে ভাষা শহীদদের স্মরণ করা। ভাষা শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে আমরা আজ শহীদ মিনারে ফুল দিতে এসেছি। আমাদের সাথে এসেছে আমাদের দলের অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। আমি পরশুরামের সকল মানুষকে এই দিনটিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আহ্বান জানাচ্ছি। ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি।