ফুলগাজী সদর ইউনিয়ন যুবদল কর্তৃক আয়োজিত ডে নাইট শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার ২১শে ফেব্রুয়ারি বিকেলে ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ রাশেদের সভাপতিত্বে ও কাজী সাকিব মাহমুদ ফাহিমের সঞ্চালনায় এই ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উদ্বোধনী খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেছেন ফুলগাজী উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়া, উপজেলা বিএনপি’র সদস্য শামসুল হক শহীদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক নুরুল হুদা শাহীন, যুগ্ন আহবায়ক মোহাম্মদ ইব্রাহিম, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন বিটু ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সোহেল সহ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছে সেই দুটি দল হল যথাক্রমে ফুলগাজী সদর ক্লাব ও বিজয়পুর ইউনাইটেড ক্লাব। জয়লাভ করেছে ফুলগাজী সদর ক্লাব।