কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে সারা দেশে ৩ মাসব্যাপী কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে কৃষক দলের সমাবেশ। গতকাল ৯ ফেব্রুয়ারি রোববার স্থানীয় বাংলাবাজারে অনুষ্ঠিত সমাবেশে কৃষক দল নেতা একরাম উদ্দিন শিপুর সভাপতিত্বে ও দায়িত্বপ্রাপ্ত কৃষক দল নেতা মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সভাপতি জসীম উদ্দীন।
উক্ত সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর বিএ ও জেলা তাতী দল নেতা শাহজাহান পাটোয়ারী।
এই সময় উক্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন পাঠাননগর ইউনিয়ন বিএনপির আহবায়ক সরোয়ার আলম, উপজেলা যুবদল নেতা ফজলুল বারী মহসিন, পৌর কৃষক দল নেতা সঞ্জিত শর্মা, আমিনুল ইসলাম সবুজ, পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক এনামুল হক বাবুল, উপজেলা যুবদল নেতা আব্দুল কাদের জিলানী, আবুল বাশার ও তুহিনসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ ও এসময় উপস্থিত ছিলেন।