1. info@dailyshadhinbarta.com.bd : দৈনিক স্বাধীন বার্তা : দৈনিক স্বাধীন বার্তা
রবিবার, ০৪ মে ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দিনাজপুর থেকে দুই বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত বাহিনী শার্শায় ধান ক্ষেতের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার ফুলবাড়ীতে মহান মে দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহের নান্দাইল থেকে তিন আওয়ামীলীগ নেতা গ্রেফতার ৪৯ বিজিবি’র অভিযানে মাদকসহ অবৈধ ভারতীয় চোরাচালান জব্দ যে হারে কমেছে জ্বালানি তেলের দাম ‘পারমাণবিক’ শক্তিধর দেশ পাকিস্তানকে হামলা করা সহজ নয়: মরিয়ম ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি, আমাদের প্রস্তুত থাকতে হবে: প্রধান উপদেষ্টা গত ১৫ বছর সংসদ কার্যকর ছিল না: শিশির মনির পাকিস্তানের ধাওয়া খেয়ে পালিয়ে গেল ভারতের ৪ যুদ্ধবিমান

কোনো দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না: সিইসি

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশিতঃ রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন কোনো দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চায় না। ইসির বদনামের সবচেয়ে বড় কারণ রাজনীতির কাছে নির্বাচন কমিশনকে সঁপে দেওয়া বলেও মন্তব্য করেন তিনি।

নাসির উদ্দিন বলেন, আমরা কমিশনে যারা আছি, আমরা কোনো রাজনীতিতে ঢুকতে চাই না। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না। ‘আমরা নিরপেক্ষ থাকতে চাই। আপনারা আমাদেরকে সাহায্য করবেন,’ বলেন তিনি।

নির্বাচন কমিশনের খবর সংগ্রহে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন সিইসি নাসির। রোববার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিইসি বলেন, ‘সব জায়গায় মতদ্বৈধ থাকবে। ভিন্নমত মানেই বিপক্ষে না। একই বিষয়ে ভিন্নমত থাকবেই। এটা সহজ হিসাব। এই জিনিসটা অনেকে মানতে পারে না।

নাসির উদ্দিন, ‘তবে মানার বিষয়ে আমার অভ্যাস আছে। আমাকে নিয়ে সমালোচনা করলে ধরে নেব কোনো ঘাটতি বা সমস্যা রয়েছে, তখন নিজেকে শুধরে নেব।’

তালে তাল মেলানোর সংস্কৃতি থেকে বের হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই তালিয়া বাজাতে বাজাতে দেশটার ১২টা বাজিয়েছে। তালিয়া বাজানো আমাদের ভুলে যেতে হবে। সব বিষয় বাস্তবতার ভিত্তিতে দেখতে হবে।

‘একজন একটা কথা বলল, আর আমি তালি বাজাতে থাকলাম- এটা যাতে না হয়,’ বলেন সিইসি।

রাজনৈতিক নিয়ন্ত্রণের কারণে নির্বাচন কমিশনের বদনাম হয়েছে মন্তব্য করে নাসির উদ্দিন বলেন, ‘ইলেকশন কমিশনের এত বদনাম, এত গালি দেয়, এটা কেন হলো? ১০০টা কারণ বলতে পারবেন, ২০০টা কারণ বলতে পারবেন। কিন্তু আমার কাছে এক নম্বর কারণ হলো- পলিটিক্যাল কন্ট্রোল অব দ্য ইলেকশন কমিশন।

‘এটি আমার কাছে মনে হয়েছে সবচাইতে বড় কারণ। রাজনীতির কাছে নির্বাচন কমিশনকে সঁপে দেওয়া, এটি হচ্ছে সবচেয়ে বড় কারণ,’ বলেন নাসির উদ্দিন।

নির্বাচন কমিশনের উপর আস্থা ফেরাতে রাজনীতিকদের প্রভাব বিস্তার বন্ধ করা প্রয়োজন বলে মনে করেন সিইসি।

তিনি বলেন, ‘রাজনীতিবিদদের ‘ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন’ যদি বন্ধ করা না যায়, আবার সেই পুরনো জিনিস রিপিট হবে বলে আমি মনে করি। এটি আমার কাছে সবচেয়ে বড় কারণ মনে হয়েছে অতীতে। এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে।

‘আমরা যথাযথ নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ। সেজন্য আমাদের বাংলাদেশের সবার সহযোগিতা লাগবে। আমাদের একার পক্ষে এটা সম্ভব নয়- যদি না আমরা সবার সহযোগিতা পাই।’

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ; ইসি সচিব আখতার আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Licence No- TRAD/DSCC/210965/2019 and applied for registration.

Community Verified icon
 

Community Verified icon